শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভূমি সেবা সহজীকরনে সাফল্য। কলাপাড়ায় চান্দিনাভিটি নবায়নে একদিনে ৬ লাখ টাকা আদায় রজপাড়া দিন-এ-এলাহী মাদ্রাসার নিয়োগ পরীক্ষা এবং ফলাফল অনুষ্ঠিত ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড,বেকার ভাতা ও নারী উন্নয়নে কাজ করবে বিএনপি …..এবিএম মোশাররফ হোসেন প্রেসক্লাব পটুয়াখালী”‘র আহ্বায়ক নাজিম উদ্দিন সদস্য সচিব আল-আমিন ‎বরিশালে ইএসডিও এর আয়োজনে চাকুরী মেলা অনুষ্ঠিত বরিশালে স্কুল ফিডিং প্রোগ্রাম : উন্নত ব্যবস্থায় বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইসলামীক রিচার্স সেন্টার বাস্তবায়নের দাবিতে মুসলিম ইনস্টিটিউটের মানববন্ধন সততা, আচরণ ও প্রচারণায় বাবুগঞ্জ–মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর কলাপাড়ায় থেমে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা।বিকাশ কর্মী নি/হ/ত পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে সতেরো বছর পর জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন! শেখ হাসিনাকে নিয়ে গাওয়া গানের সাথে নৃত্য, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালী বাউফলে কৃষক দলের নেতার উপর হামলা বিচারের দাবিতে প্রতিবাদে নিন্দা ভিক্ষব মিছিল দেশের সংকটময় মুহূর্তে দলমত নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব….এবিএম মোশাররফ হোসেন
দল বানিয়ে পুরোদমে রাজনীতিতে নামছেন রজনীকান্ত!

দল বানিয়ে পুরোদমে রাজনীতিতে নামছেন রজনীকান্ত!

Sharing is caring!

জীবনে বহু সিনেমায় বড় নেতা হয়ে দরিদ্র জনগণের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। চরিত্রের প্রয়োজনে হয়েছেন মন্ত্রী-মুখ্যমন্ত্রীও। ভক্তদের দীর্ঘদিনের দাবি, সিনেমার মতো বাস্তবেও দরিদ্রের ত্রাতা রূপে দেখতে চান ‘থালাইভা’কে। প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোও তাকে কাছে রাখার চেষ্টায় আছে অনেক আগে থেকে। কিন্তু, তাদের আশায় গুঁড়েবালি, বরং ভক্তদের বানানো ফ্যান ক্লাবকেই নতুন রাজনৈতিক দলে রূপ দিয়ে নির্বাচনের মাঠে নামছেন এ মহাতারকা।

সোমবার (১৯ নভেম্বর) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

তবে, রজনীকান্তকে রাজনৈতিক লড়াইয়ে দেখতে এখনো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্ত-সমর্থকদের। আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারে তার দল। আপাতত ‘রজনী মাক্কাল মান্দ্রাম’ বলা হলেও চূড়ান্ত পর্যায়ে দলের নাম পরিবর্তন হতে পারে।

সম্প্রতি রজনীকান্তের সঙ্গে দেখা করে লেখক ও বক্তা তামিলারুভি মানিয়ান বলেন, রজনীকান্ত সামনের বছর তার রাজনৈতিক দল শুরু করবেন, এতে কোনো সন্দেহ নেই। ২০২১ সালের নির্বাচনে তিনি একটি জোটের নেতৃত্ব দেবেন। নিশ্চিতভাবেই তিনি এআইএডিএমকে ও ডিএমকে’র হাল ধরবেন, সম্ভবত বিজেপিরও।

সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, বেশ কয়েকজন সিনিয়র বিজেপি নেতার সঙ্গে নিজ দলের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করছেন রজনীকান্ত।

গত ১২ নভেম্বর রজনী মাক্কাল মান্দ্রামের বৈঠকে এর থানজাভুর ইউনিট প্রিয় নায়ককে তালিনাড়ুর মুখ্যমন্ত্রী বানানোর দাবি তোলে। সেদিন আরএসএস ভাবাদর্শী তুগলক সম্পাদক এস গুরুমুর্তি বলেন, তামিলনাড়ুর একজন উদ্ধারকর্তা দরকার, যেটা অবশ্যই রজনী হতে পারেন। তিনি দ্বিধান্বিত নন আর তার নিজস্ব হিসাব আছে।

তবে, পুরোদমে রাজনীতি শুরু করলে ৬৯ বছর বয়সী এ তারকার অভিনয়ের কী হবে- এ নিয়ে প্রশ্ন ছিল অনেকেরই। তবে, এ নিয়ে চিন্তার কিছু নেই। রাজনীতিবিদ রজনীকান্ত ঠিকই অভিনয় চালিয়ে যাবেন।

দল হলে অভিনয় চালিয়ে যাবেন কি-না এমন এক প্রশ্নের জবাবে রজনীকান্ত বলেন, দল ঘোষণার পর এমজিআর (সাবেক মুখ্যমন্ত্রী এম জি রমাচন্দ্রন) কি সিনেমায় অভিনয় করেননি?

জানা যায়, আগামী জানুযারিতে মুক্তি পাচ্ছে রজনীকান্তের ‘দরবার’ সিনেমাটি। ওই বছর দীপাবলিতে মুক্তি পাবে দ্বিতীয় সিনেমা। আর বিধানসভা নির্বাচনের আগে মুক্তি পাবে তৃতীয় সিনেমাটি। ওই সিনেমায় জনগণের উদ্দেশে রজনীকান্তের রাজনৈতিক মতাদর্শের বিষয়ে বড় বার্তা থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD