সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর থানাধীন আলিপুর এলাকায় এক প্রবাসীর ঘর থেকে প্রেমিকসহ এক গৃহবধূকে আটক করেছে এলাকাবাসী।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও নানা আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটক প্রেমিক মোঃ শামিম মহিপুর থানার ধুলাসর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইব্রাহিম মিয়ার ছেলে।
অপরদিকে আটক গৃহবধূ সুরমা আক্তার (২৬) এক সন্তানের জননী সৌদিপ্রবাসি শামিমের স্ত্রী। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে তারা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন।
শনিবার(১০ জানুয়ারি) গভীর রাতে ওই প্রবাসীর ঘরে গৃহবধূ ও তার প্রেমিক অবস্থান করছেন, এমন সন্দেহে স্থানীয়রা ঘরে প্রবেশ করে তাদের আটক করে।
এ ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাব্বত খান বলেন, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।তবে খোঁজ নিয়ে দেখতেছি।লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া