শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে পৌর শহরের বিএনপির অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে পৌর শহরের ৯টি ওয়ার্ডের নারী ভোটারদের এ প্রশিক্ষণের ব্যবস্থা করেন জাতীয়তাবাদী মহিলা দল।
উপজেলা মহিলা দলের সভাপতি লিলি বেগমর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, তারেক আমান সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, পৌর মহিলা দলের সভাপতি ফারজানা সাম্মি ফ্লোরাসহ উপজেলা মহিলা দল ও কলাপাড়া পৌর মহিলা দলের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং কলাপাড়া পৌরসভার ৯টি ওয়ার্ডের জাতীয়তাবাদী নারী ভোটারগণ।
প্রধান অতিথি এবিএম মোশাররফ হোসেন বলেন, ৪টি জিনিস সমন্বয় করতে পারলে যে কোন নির্বাচনে জয়লাভ করা সম্ভব।
তিনি আরও বলেন, একটা এলাকায় ৫লক্ষ্য জনগণ থাকলে তার ৫০ হাজার ভোটারের সাথে সংযোগ স্থাপন করতে পারলেই জয় পাওয়া যায়।
তিনি নির্বাচনে নারী পোলিং এজেন্টদের দ্বায়িত্ব এবং নারী কর্মীদের ভোট চাওয়ার কৌশল সম্পর্কে বর্ননা করেন।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া