রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও হিসাব সহকারীদের আর্থিক ব্যবস্থাপনা, দাপ্তরিক কার্যক্রম ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১০ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে(পায়রা) উপজেলার ৩২ টি এম পি ও ভূক্ত নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয়, ২৫ টি এম পি ও ভূক্ত মাদ্রাসা, ০৫ টি এম পি ও ভূক্ত সাধারণ কলেজ এবং ০৪ টি এম পি ও ভূক্ত বি এম কলেজ/কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের প্রতিষ্ঠান প্রধান ও অফিস সহকারী কাম হিসাব সহকারীদের ( মোট ১৩২ জন) আর্থিক ব্যবস্হাপনার স্বচ্ছতা, ছুটি বিধি, ব্যবস্হাপনা কমিটির দায়িত্ব, কর্তব্য, শৃঙ্খলা ও আপিল বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কোর্স পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদ’র সভাপতিত্বে কর্মশালার প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রসাশক(শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ তারেক হাওলাদার।
এ সময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খান, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আছাদ উজ জামান, উপজেলা সমবায় অফিসার মো.আব্বাস আলীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, উপজেলার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৬১টি প্রতিষ্ঠান থেকে ১৩২ জন শিক্ষক কর্মচারীকে নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণ শেষে শিক্ষকগণ প্রতিষ্ঠানের আর্থিক ব্যাবস্থাপনায় স্বচ্ছতা,শৃঙ্খলা, ছুটি বিধি এবং আপিল সংক্রান্ত বিষয়গুলো দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া