বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধি:
আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“দক্ষতা নিয়ে যাব বিদেশ,রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে ধারণ করে বৃহষ্পতিবার ১৮ই ডিসেম্বর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্হান ও জনশক্তি অফিস,টিটিসি, মহিলা টিটিসি,প্রবাসী কল্যাণ ব্যাংক এবং প্রবাসী কল্যাণ সেন্টার এর উদ্যোগে বরিশাল টিটিসি এর সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আহসান হাবিব অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.বি.এম আবদুল হালিম মহাব্যবস্হাপক (যুগ্ম সচিব) বোয়েসেল,মোঃ মাসুম বিল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল।
আয়োজনে সভাপতিত্ব করেন স্হানীয় সরকার বরিশাল এর উপপরিচালক দীনেশ সরকার (উপসচিব)।
আলোচনা সভায় বক্তারা বলেন, অভিবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
একই সঙ্গে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং প্রবাসীদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, দক্ষ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। প্রবাসী কল্যাণ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালনেরও তাগিদ দেওয়া হয়।
আলোচনা সভা শেষে প্রবাসী ও অভিবাসন সংশ্লিষ্ট কার্যক্রমে অবদান রাখায় কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে দিনব্যাপী চাকুরী মেলার আয়োজন করা হয় যাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠান স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়।