বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালে সাংবাদিক এইচ আর হীরার দাদার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর ২২ নম্বর ওয়ার্ড জিয়া সড়ক এলাকায় বরিশাল প্রেসক্লাবের সহযোগী সদস্য সাংবাদিক এইচ আর হীরার দাদা মরহুম সেকেন্দার আলী হাওলাদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার ১৯শে মার্চ আসরবাদ বাইতুল মদিনা জামে মসজিদে এই দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় মুসুল্লি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মরহুম সেকেন্দার আলী হাওলাদারের মেঝো ছেলে শাহিনুল ইসলাম শানু জানান, তার বাবা কাজিপাড়া নিবাসী হলেও বাইতুল মদিনা জামে মসজিদের একজন মুসল্লি ছিলেন এবং মসজিদে জমি দান করেছিলেন। তাই প্রতি বছর এই মসজিদেই তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সেকেন্দার আলী হাওলাদার এর বড় ছেলে মোঃ নুরুল ইসলাম জানান, এ বছর প্রায় দুই শতাধিক মানুষের জন্য ইফতারির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম সেকেন্দার আলী হাওলাদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলে মরহুমের আত্মার শান্তি কামনা করেন।