সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ কয়েক লাখ মুসল্লির অংশগ্রহণে মিলাদ-কিয়াম ও আখেরি মোনাজাতের মাধ্যমে ছারছীনা দরবার শরিফের ১৩৪ তম ঈসালে সওয়াব মাহফিল শেষ হয়েছে।
বুধবার ১৩ই মার্চ বাদ জোহর আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছীনা দরবার শরিফের পীর সাহেব কেবলা আলহাজ্ব হজরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ।মোনাজাতের সময় লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এ সময় পীর সাহেব বলেন, আপনাদেকে যা সেখানো হয়েছে ,সেই অনুযায়ী আমল করবেন পরিবার পরিজনকে আমল করতে বলবেন। পীর সাহেব হুজুর আরো বলেন, ছারছীনার ছেলছেলা মেনে চলতে হবে। দরবারে আসবেন কিন্তু দরবারের নিয়ম কানুন মেনে চলবেন না সেটা হবেনা।
আর আপনাদের সন্তানদের দ্বীনিয়া মাদরাসায় পড়াবেন। দ্বীনিয়া মাদরাসায় পড়লে আমল মজবুত হবে। হুজুর আরো বলেন, সর্বদা হালাল উপার্জন করে হালাল খাবেন এবং পরিশেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।