শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
অনলাইন ডেক্স : শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা সঞ্জয় দত্ত। শনিবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয়। তবে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে সঞ্জয় দত্তের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। খবর জি নিউজ।
হাসপাতাল থেকে জানানো হয়, শরীরে অক্সিজেনের অভাবের জেরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন এই ৬১ বছরের অভিনেতা। প্রয়োজনীয় চিকৎসা শুরু হয়েছে অভিনেতার। তাকে নন কোভিড ওয়ার্ডেই রাখা হয়েছে। আপাতত তিনি ভালো আছেন বলেও জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সবসময় সঠিক নাও হতে পারে। তাই সঞ্জয় দত্তের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলেই জানা যাবে তিনি করোনায় আক্রান্ত কিনা।