রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
অনলাইন ডেক্স: গুরুতর অসুস্থ বলিউডের বর্ষীয়ান অভিনেতা ইরফান খান। বর্তমানে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন তিনি।
বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বাসায় থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ইরফান খান। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ইরফানের সঙ্গে তার স্ত্রী সুতপা শিকাদার এবং দুই ছেলেও রয়েছেন।
গত শনিবার (২৫ এপ্রিল) জয়পুরে বাড়িতে ইরফান খানের মা সইদা বেগমের মারা যান। ভারতে চলমান লকডাউনের কারণে মাকে শেষবারে মতো দেখতে পারেননি তিনি। এরই মধ্যে ইরফান খান নিজেই অসুস্থ হয়ে পড়লেন।