বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমি আদালত বুঝিনা আমি যুবদল নেতা তসলিম মাদবর বাড়ির কাজ চলছে চলবে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড” দাবীতে ছাত্র মজলিসের মিছিল বরিশালে বদর‌ যুদ্ধের মহান বীরদের স্মরণে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কলাপাড়ায় উচ্ছেদ আতঙ্কে দরিদ্র সাত পরিবার।। সরকারি আবাসন ভাঙ্গার হুমকি বিএনপি নেতার কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বরিশালে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাউফলে পুলিশ ফাঁড়ি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন গড়িমসি নয়, জালিমদের বিচার নিশ্চিত দেখতে চাই: জামায়াতের আমির জোরপূর্বক জমি দখল করে তারেক রহমানের দুর্নাম হতে দেয়া যাবেনা ।। অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ যারা জনগণের ডীপ টিউবওয়েলের টাকা চুরি করে তারা বিএনপির কেউ নয় ।। অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ বরিশালে শিশু ধর্ষণ মামলার আসামি গণপিটুনিতে নিহত পটুয়াখালীতে ভিটামিন “এ” প্লাস ক্যম্পেইন উদ্ভোদন মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলের দুস্থ এতিমদের মাঝে পাঞ্জাবি -পাজামা বিতরণ কলাপাড়ায় ধর্ষণ বিরোধী লাঠি মিছিল,বিক্ষোভ ও সমাবেশ
বরিশালে বদর‌ যুদ্ধের মহান বীরদের স্মরণে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত

বরিশালে বদর‌ যুদ্ধের মহান বীরদের স্মরণে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে বদর‌ যুদ্ধের মহান বীরদের স্মরণে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামের ইতিহাসে রমাদানের অন্যতম গৌরবময় দিন ১৭ই রমাদান, যে দিন বদরের প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলাম ও কুফরের মহাযুদ্ধ।‌

সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে, নিজেদের ঈমানি চেতনা শাণিত করতে,বদরের প্রেরণায় উজ্জীবিত হতে Muslim Youth Barishal আয়োজন করে এক বিশেষ ইফতার মাহফিল।

এই ইফতারে মুসলমানদের ইতিহাসের সেই সাহসী বীর সাহাবীদেরকে স্মরণ করা হয়, যারা প্রাণ উজাড় করে লড়াই করেছিলেন ইসলামের জন্য, তপ্ত লহুতে শক্ত করেছিলেন তাওহিদের ভীত, যারা বলিষ্ঠ হাতে উর্ধ্বাকাশে উড্ডিন করেছিলেন কালেমার ঝান্ডা, আলোচনা করা হয় তাদের স্মৃতিকথা।

ইফতারের প্রতিপাদ্য ছিলো : Remembering Our Heroes of Badr নগরীর বরিশাল বেলস পার্ক মাঠে ১৮ ই মার্চ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় এই আয়োজন করা হয়।

এই ইফতারের আয়োজনের মাধ্যমে ইসলামী ইতিহাসের গৌরবময় মুহূর্তগুলো স্মরণ করার মাধ্যমে মুসলমানদের ঈমান ও  ইসলামি ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করা হয় ।

একসঙ্গে দুআ, জ্ঞান ও চিন্তার বিনিময় করা এবং ইসলামি সমাজ গঠনে এক সাথে চলার দীপ্ত প্রতিজ্ঞা নেয়া হয়।   অনেক তরুণ আলেমরা এই ইফতারে অংশগ্রহণ করেন যাদের মূল্যবান দিক-নির্দেশনা ইসলামি চেতনাকে আরো সমৃদ্ধ করে। পাশাপাশি হামদ, নাত পরিবেশন করা হয় উপস্থিত জনগণের মাঝে।

ইফতার মাহফিলে আলেম ও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি শরিফুল ইসলাম, মুফতি মারুফ হাসান, মাওলানা আব্দুর রহমান ফাহিম, ইঞ্জিনিয়ার মারুফ, মাওলানা শিহাব, ইমরান হুসাইন, মাওলানা আবদুল্লাহ সায়েম, মাওলানা সাঈদ আহমাদ, মাওলানা সাদ আজমীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা ঐতিহাসিক বদর যুদ্ধের তাৎপর্য এবং তারুণ্যের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মুসলিম যুবসমাজের উচিত ইসলামের শিক্ষা ও মূল্যবোধকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।

ইফতার মাহফিলের আয়োজন সম্পর্কে মুসলিম ইয়ুথ বরিশালের একজন মুখপাত্র বলেন, “আমরা তরুণ প্রজন্মকে ইসলামের সুমহান ইতিহাস ও আদর্শ সম্পর্কে সচেতন করতে এ ধরনের উদ্যোগ নিয়ে থাকি।

ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।” অনুষ্ঠান শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD