শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে স্কুল ফিডিং প্রোগ্রাম : উন্নত ব্যবস্থায় বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ভূমি সেবা সহজীকরনে সাফল্য। কলাপাড়ায় চান্দিনাভিটি নবায়নে একদিনে ৬ লাখ টাকা আদায় রজপাড়া দিন-এ-এলাহী মাদ্রাসার নিয়োগ পরীক্ষা এবং ফলাফল অনুষ্ঠিত ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড,বেকার ভাতা ও নারী উন্নয়নে কাজ করবে বিএনপি …..এবিএম মোশাররফ হোসেন প্রেসক্লাব পটুয়াখালী”‘র আহ্বায়ক নাজিম উদ্দিন সদস্য সচিব আল-আমিন ‎বরিশালে ইএসডিও এর আয়োজনে চাকুরী মেলা অনুষ্ঠিত বরিশালে স্কুল ফিডিং প্রোগ্রাম : উন্নত ব্যবস্থায় বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি কলাপাড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইসলামীক রিচার্স সেন্টার বাস্তবায়নের দাবিতে মুসলিম ইনস্টিটিউটের মানববন্ধন সততা, আচরণ ও প্রচারণায় বাবুগঞ্জ–মুলাদীবাসীর আস্থায় জহির উদ্দিন বাবর কলাপাড়ায় থেমে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা।বিকাশ কর্মী নি/হ/ত পটুয়াখালী শিল্পকলা একাডেমিতে সতেরো বছর পর জাসাসের কর্মী সভা অনুষ্ঠিত বাউফলে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন! শেখ হাসিনাকে নিয়ে গাওয়া গানের সাথে নৃত্য, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালী বাউফলে কৃষক দলের নেতার উপর হামলা বিচারের দাবিতে প্রতিবাদে নিন্দা ভিক্ষব মিছিল
অনলাইনে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি, ‘দিল বেচারা’

অনলাইনে মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবি, ‘দিল বেচারা’

Sharing is caring!

সদ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেতে যাচ্ছে অনলাইন প্লাটফর্মে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ভক্তরা। আগামি ২৪ জুলাই ছবিটি দেখা যাবে হটস্টার প্লাস ডিজনি ওয়েব প্ল্যাটফর্মে।

সুশান্ত সিংহ রাজপুত দেখে যেতে পারেননি তার অভিনীত শেষ ছবি। ফ্যানেরা চেয়েছিলেন তাঁর শেষ পারফরমেন্সটা বড়পর্দাতেই দেখতে। ভালবাসায় ভরিয়ে দিতে চেয়েছিলেন গোটা হল। কিন্তু তা আপাতত হচ্ছে না। অনলাইনেই মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবিটি। আগামি ২৪ জুলাই ছবিটি দেখা যাবে হটস্টার প্লাস ডিজনি ওয়েব প্ল্যাটফর্মে।

বৃহস্পতিবার নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সে কথা শেয়ার করে হটস্টার কর্তৃপক্ষ লেখেন, “এ এক আশা, ভালবাসা আর না ফুরনো স্মৃতির গল্প। সুশান্ত সিংহ রাজপুতের ঐতিহ্যকে অনুভব করার উপায়।”

এর পরেই বেজায় চটেছেন নেটাগরিকদের একটা বড় অংশ। হটস্টারের দিকে আঙুল তুলে তাঁদের বক্তব্য, “শেষ ছবিটাও ডিজিটালে মুক্তি? এতগুলো ছবি কেড়ে নেওয়ার পরেও আপনারা শেষ ছবির বেলায় এরকম করলেন!” যদিও এর পাল্টা যুক্তি সাজিয়ে একাংশের বক্তব্য, “করোনার কারণে সিনেমা হল বন্ধ বলেই ডিজিটালি মুক্তি”।

কিন্তু সুশান্ত ফ্যানেরা এ যুক্তি মানতে নারাজ। তাদের দৃঢ় বক্তব্য, ” রাধে, সূর্যবংশী সহ নামি দামি সিনেমা যদি হল রিলিজের জন্য অপেক্ষা করতে পারে তা হলে দিল বেচারা কেন নয়?” এই ‘কেন’র কোনও উত্তর নেই। যেমন ছিল না সুশান্তের আর এক ছবি ‘ড্রাইভ’-এর ডিজিটাল মুক্তি নিয়েও।

তবে হাল ছাড়ছেন না ফ্যানেরা। যেখানেই মুক্তি পাক না কেন ‘দিল বেচারা’ যে ফ্লপ হতে দেওয়া যাবে না, তা নিয়ে মোটামুটি বদ্ধপরিকর তারা। সুশান্ত নেই, কিন্তু তার শেষ স্মৃতিকে বাঁচিয়ে তুলতে মরিয়া সবাই।

লেখক জন গ্রীন-এর ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত এই ছবি। বিপরীতে রয়েছেন সঞ্জনা সঙ্ঘি এবং সাইফ আলি খান। আর মাসখানেক, সুশান্তের স্মৃতিতে সিক্ত হতে আঁকড়ে ধরবেন হটস্টারকেই?

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD