রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী জনাব অধ্যক্ষ ইউনুস খান’ এর ৩১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম বরিশাল এর উদ্যোগে তাঁর রুহের মাগফিরাত কামনায় স্বরণ সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২২ শে নভেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় নগরীর সদর রোড ইমান আলী টাওয়ারে নিজ কার্যালয়ে এই আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন অধ্যক্ষ ইউনুস খানের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, “তিনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও জনগণের নেতার প্রতিচ্ছবি।
তাঁর মতো নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব প্রজন্মের কাছে অনুকরণীয়।”পরে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ইলিয়াস আহমেদ। স্মরণসভায় বক্তারা বলেন, অধ্যক্ষ মো. ইউনুস খান বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। তাঁর কর্মময় জীবন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা।
উক্ত আয়োজনে বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের ১নং যুগ্ম আহবায়ক তারেক সুলাইমান, যুগ্ম আহবায়ক মিলন চৌধুরী, স্বাধীনতা ফোরাম বরিশালের সদস্য সচিব নাজমুস সাকিব, সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী হোসনেয়ারা বেগম,জেলা ছাত্রদল সহ-সভাপতি আসিফ আল মামুন,সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, নগর ছাত্র দলের সহ-সভাপতি ওবায়দুল ইসলাম উজ্জ্বল, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন,চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা শাহাবুদ্দিন স্বপন,চরমোনাই ইউনিয়ন মোসলেম উদ্দিনসহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।