শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বেগম জিয়ার রোগমুক্তির জন্য মেহেন্দীগঞ্জে বিএনপির ইফতার মাহফিল আন্তর্জাতিক নদীকৃত্য দিবসে কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত কলাপাড়ায় রাষ্টীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন কলাপাড়ায় স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচিতে নাগরিক সেবা বন্ধ বাউফলে বিএনপি নেতার বাসভবন থেকে টিসিবির পণ্য উদ্ধার কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর, হাসপাতালে কাতরাচ্ছেন নুরুন্নাহার কেয়া কলাপাড়ায় মরা খালে দখলদারের ছোবল বরিশালে বেলতলা খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে চরমোনাইতে মানববন্ধন বরিশালে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্দ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ষড়যন্ত্রের প্রতিবাদে কলাপাড়া বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কলাপাড়ায় ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বৃদ্ধের মুক্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পটুয়াখালীর গলাচিপায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ দুটি ইটভাটা বাউফল কলেজ শাখা ছাত্রদলের, বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন কলাপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবক আটক
চিটাগাং কিংসকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে ফরচুন বরিশাল

চিটাগাং কিংসকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে ফরচুন বরিশাল

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
ফরচুন বরিশালের এই বিজয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছে বরিশালবাসী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে শ্বাসরুদ্ধকর বিপিএল ফাইনাল খেলা শেষ হতেই তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উল্লাসে রাস্তায় নেমে আসেন এবং আনন্দ মিছিল করেন।

প্রধান প্রধান সড়কগুলো ছাড়াও ‘বরিশাল, বরিশাল’ স্লোগানে বরিশাল নগরের অলিগলি মুখরিত হয়ে ওঠে। অনেক জায়গায় আতশবাজি-পটকা ফুটিয়ে বিজয়ের উল্লাস করা হয়। কেউ কেউ আবার মোটরসাইকেল বহর নিয়েও করেছেন উল্লাস।

এছাড়া ফাইনাল খেলা উপলক্ষে নগরীর প্রায় সিংহভাগ পাড়া, মহল্লায় ভুরি ভোজেরও আয়োজন ছিল। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় বাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা।

নগরীর বগুড়া রোড বাংলাদেশ ব্যাংকের সামনে বড় পর্দায় খেলা দেখা ও খিচুড়ির আয়োজন করা সাইফুল ইসলাম সুজন বলেন, বড় পর্দায় খেলা দেখা ও খিচুড়ির আয়োজন করা হয়। বরিশাল জিতেছে, আয়োজন সার্থক হয়েছে।

ক্রিকেটপ্রেমী নগরের সদর রোড এলাকার বাসিন্দা রায়হান বলেন, শেষ ১৫ মিনিটের খেলায় রানের হার কমে যাওয়া ও একাধিক উইকেটের পতন টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

১৮তম ওভারে তো ধরেই নিয়েছিলাম বরিশাল হারবে। কিন্তু রিশাদের ব্যাটিং দেখে ভরসা পাই। আর কয়েক মুহূর্ত পার হতে না হতেই চ্যাম্পিয়ন ট্রফি বরিশালের হাতে, এটা এখনও ভাবতে পারছি না। এলাকার অন্য সবার সঙ্গে তাই বিজয় মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছি।

বরিশাল নগরের নতুনবাজার এলাকার বাসিন্দা সুভাস দাস বলেন, এ মুহূর্তে বরিশালবাসীর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে; ভালোবাসার টিম ‘ফরচুন বরিশাল’ বাংলাদেশ প্রিমিয়ার লীগে এবারও চ্যাম্পিয়ন হয়েছে। এ নিয়ে টানা দুবার ফরচুন বরিশাল বিপিএল শিরোপা নিজেদের ঘরে নিল।

এজন্য তামিম ইকবালসহ ফরচুন বরিশাল টিমের মালিক, ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

এদিকে আগামীতেও তামিমের নেতৃত্ব দেখার প্রত্যাশা জানিয়ে গোলাম মোর্শেদ নামে এক দর্শক বলেন, সবারই অবদান ছিল। এর মধ্যে তামিম অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই আমরা আশাবাদী আগামী মৌসুমে বরিশালের নেতৃত্ব তার কাঁধে থাকবে। শেষ ওভারে রিশাদ হোসেনের ছয় বড় ভূমিকা রেখেছে।

বিপিএল ফাইনাল খেলাকে করে নগরের বিভিন্ন এলাকায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার আয়োজন করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের পক্ষ থেকে ঐতিহ্যবাহী বেলস্ পার্ক মাঠে বিশাল স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়। যেখানে হাজারো মানুষ একত্রে খেলা দেখেন এবং শেষে বিজয় উৎসবে মেতে ওঠেন।

উল্লেখ্য, ফাইনাল খেলায় টস হেরে আগে ব্যাট করতে নামে চিটাগাং কিংস। যেখানে শুরুটা ছিল বেশ ভালো। যেখানে পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে ৭৬ বলে ১২১ রানের দারুণ জুটি গড়েন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে চিটাগাং কিংস ১৯৪ রান করে। যার জবাবে ফরচুন বরিশাল ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান করে। যার মধ্য দিয়ে ফরচুন বরিশাল ৩ উইকেটে জয়ী হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD