শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চিটাগাং কিংসকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে ফরচুন বরিশাল কলাপাড়ায় শহীদ ইমরান হায়দার জিয়া স্মৃতি নাইট ফুটসাল ফুটবল টূর্ণামেন্ট’র উদ্বোধন ইসলামী যুব ও ছাএ আন্দোলন বাংলাদেশ সম্মেলনে প্রধান অতিথি -মুফতি সৈয়দ এসহাক মোহাম্মদ আবুল খায়ের কলাপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরাজ্জামানের বিরুদ্ধে অর্থনৈতিক শুমারীর টাকা আত্নসাতের অভিযোগ সাংবাদিক হামলার প্রতিবাদে কলাপাড়ায় বিএনপি’র বিক্ষোভ মিছিল  ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক অন্তর নিখোঁজ, ব্যবহৃত মোটরসাইকেল  উদ্ধার কলাপাড়ায় সাড়ে ৪ ফুট দৈর্ঘ্যের দু’মুখো শঙ্খিনী সাপ উদ্ধার মেহেন্দিগঞ্জে ওপেন হাউস ডে আইনশৃঙ্খলা সভা প্রধান অতিথি- মোঃ শরিফউদ্দীন  পুলিশ সুপার ব্যাটারিচালিত যানবাহনের জন্য “থ্রি হুইলার নীতিমালা ২০২৪” চূড়ান্ত করে দ্রুত লাইসেন্স প্রদান ও অবৈধ টোকেন ব্যবসা বন্ধ করাসহ ৮ দফা দাবিতে BRTA কার্যালয়ের সামনে অবস্থান ও স্মারকলিপি শিক্ষকদের অবরুদ্ধ করে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কলাপাড়ায় ১৯ নারী উদ্যোক্তা পেল ইনকিউবেটরসহ সৌর বিদ্যুৎ চালিত উপকরণ ছাত্রশিবির বরিশাল জেলা শাখার দিনব্যাপী থানা দায়িত্বশীল কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাতের জন্য মুনাজাত অনুষ্ঠিত বরিশাল শিক্ষা বোর্ডের সদ্য নিয়োগ পাওয়া সচিব অধ্যাপক ড. ফাতেমা হেরেনকে যোগদান করতে দেননি শিক্ষার্থীরা বরগুনায় আট কেজি ১০০ গ্রাম গাঁজাসহ রিপন সিকদার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার
চিটাগাং কিংসকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে ফরচুন বরিশাল

চিটাগাং কিংসকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে ফরচুন বরিশাল

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ
ফরচুন বরিশালের এই বিজয়ে বাঁধভাঙা উল্লাসে মেতেছে বরিশালবাসী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে শ্বাসরুদ্ধকর বিপিএল ফাইনাল খেলা শেষ হতেই তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উল্লাসে রাস্তায় নেমে আসেন এবং আনন্দ মিছিল করেন।

প্রধান প্রধান সড়কগুলো ছাড়াও ‘বরিশাল, বরিশাল’ স্লোগানে বরিশাল নগরের অলিগলি মুখরিত হয়ে ওঠে। অনেক জায়গায় আতশবাজি-পটকা ফুটিয়ে বিজয়ের উল্লাস করা হয়। কেউ কেউ আবার মোটরসাইকেল বহর নিয়েও করেছেন উল্লাস।

এছাড়া ফাইনাল খেলা উপলক্ষে নগরীর প্রায় সিংহভাগ পাড়া, মহল্লায় ভুরি ভোজেরও আয়োজন ছিল। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় বাজি ফুটিয়ে আনন্দ প্রকাশ করেছেন ক্রীড়াপ্রেমীরা।

নগরীর বগুড়া রোড বাংলাদেশ ব্যাংকের সামনে বড় পর্দায় খেলা দেখা ও খিচুড়ির আয়োজন করা সাইফুল ইসলাম সুজন বলেন, বড় পর্দায় খেলা দেখা ও খিচুড়ির আয়োজন করা হয়। বরিশাল জিতেছে, আয়োজন সার্থক হয়েছে।

ক্রিকেটপ্রেমী নগরের সদর রোড এলাকার বাসিন্দা রায়হান বলেন, শেষ ১৫ মিনিটের খেলায় রানের হার কমে যাওয়া ও একাধিক উইকেটের পতন টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

১৮তম ওভারে তো ধরেই নিয়েছিলাম বরিশাল হারবে। কিন্তু রিশাদের ব্যাটিং দেখে ভরসা পাই। আর কয়েক মুহূর্ত পার হতে না হতেই চ্যাম্পিয়ন ট্রফি বরিশালের হাতে, এটা এখনও ভাবতে পারছি না। এলাকার অন্য সবার সঙ্গে তাই বিজয় মিছিল নিয়ে রাস্তায় নেমে এসেছি।

বরিশাল নগরের নতুনবাজার এলাকার বাসিন্দা সুভাস দাস বলেন, এ মুহূর্তে বরিশালবাসীর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে; ভালোবাসার টিম ‘ফরচুন বরিশাল’ বাংলাদেশ প্রিমিয়ার লীগে এবারও চ্যাম্পিয়ন হয়েছে। এ নিয়ে টানা দুবার ফরচুন বরিশাল বিপিএল শিরোপা নিজেদের ঘরে নিল।

এজন্য তামিম ইকবালসহ ফরচুন বরিশাল টিমের মালিক, ক্রিকেটারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।

এদিকে আগামীতেও তামিমের নেতৃত্ব দেখার প্রত্যাশা জানিয়ে গোলাম মোর্শেদ নামে এক দর্শক বলেন, সবারই অবদান ছিল। এর মধ্যে তামিম অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই আমরা আশাবাদী আগামী মৌসুমে বরিশালের নেতৃত্ব তার কাঁধে থাকবে। শেষ ওভারে রিশাদ হোসেনের ছয় বড় ভূমিকা রেখেছে।

বিপিএল ফাইনাল খেলাকে করে নগরের বিভিন্ন এলাকায় প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখার আয়োজন করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশালের পক্ষ থেকে ঐতিহ্যবাহী বেলস্ পার্ক মাঠে বিশাল স্ক্রিনে খেলা দেখার আয়োজন করা হয়। যেখানে হাজারো মানুষ একত্রে খেলা দেখেন এবং শেষে বিজয় উৎসবে মেতে ওঠেন।

উল্লেখ্য, ফাইনাল খেলায় টস হেরে আগে ব্যাট করতে নামে চিটাগাং কিংস। যেখানে শুরুটা ছিল বেশ ভালো। যেখানে পারভেজ হোসেন ইমন ও খাজা নাফে ৭৬ বলে ১২১ রানের দারুণ জুটি গড়েন। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে চিটাগাং কিংস ১৯৪ রান করে। যার জবাবে ফরচুন বরিশাল ৭ উইকেট হারিয়ে ১৯৫ রান করে। যার মধ্য দিয়ে ফরচুন বরিশাল ৩ উইকেটে জয়ী হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD