বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
আজ ৩০ সেপ্টেম্বর বুধবার দুপুর ১২ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে, কাশিপুরে প্রথম ব্যাচে ৪০০তম দলে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম দের রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স সমাপনী সনদ বিতরণ অনুষ্ঠান ২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমি বরিশাল মোহাম্মদ রফীকুল্লাহ নেছারী। বিশেষ অতিথি ছিলেন পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এ. বি. এম শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক (প্রশিক্ষণ) ইমাম প্রশিক্ষণ একাডেমি প্রধান কার্যালয় ঢাকা কৃষিবিদ মুহাম্মদ আনিসুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরিশাল আলম হোসেন, সহকারী পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশাল আসমা আক্তারসহ প্রশিক্ষক প্রশিক্ষণার্থী ইমাম বৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সাহেবদের মাঝে সনদ বিতরণ করা হয়। পরিশেষে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, স্থানীয় ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির রোগমুক্তি কামনা করার পাশাপাশি দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।