রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন
সড়কে আলপনা আঁকার মধ্য দিয়ে বরিশালে মুজিববর্ষের কর্মসূচি শুরু করেছে সিটি করপোরেশন।
সোমবার বিকেলে নগর ভবনের সামনের সড়কে এই আলপনা আঁকা ও সাজসজ্জাকরন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় তিনি বরিশাল চারুকলার শিল্পীদের সাথে সড়কে আলপনা আঁকেন। ওই সময় মেয়রের সাথে সাথে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী ২০২০ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দুইদিন ব্যাপী অনুষ্ঠান কর্মসূচির মধ্যে সোমবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে নগর ভবন চত্বরে আতশবাজী উৎক্ষেপন করা হয়।
এছাড়াও মঙ্গলবার সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় এ্যানেক্স ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় নগর ভবন চত্বরে শেবাচিম বঙ্গবন্ধু ক্লাবের সহযোগিতায় রক্তদান কর্মসূচি, দুপুর ১২টায় নগর ভবন চত্বরে দুস্থ ও অসহায় রিক্সা চালককে রিক্সা বিতরণ ও ৩০টি ওয়ার্ডের পরিচ্ছন্নতা কর্মীদের নিকট পরিচ্ছন্নতা ভ্যান বক্স হস্তান্তর করা হবে।
সন্ধ্যা ৭ টায় নগর ভবন চত্বরে সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় নগর ভবন চত্বরে কেক কাটা ও আতশবাজী উৎক্ষেপন করা হবে।