রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জেলে উৎসব

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জেলে উৎসব

Sharing is caring!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশত বার্ষিকী উপলক্ষে ভোলায় উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে জেলে উৎসব।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে ইলিশা ফেরিঘাট চত্বরে পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের আয়োজনে সপ্তাহব্যাপী এ উৎসব শুরু হয়।

প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা এমএ তাহের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন। উদ্বোধনী দিনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হা-ডু-ডু দিয়ে উৎসবের শুরু হয়। ব্যতিক্রমী এ আয়োজনকে ঘিরে যেন প্রাণ ফিরে পেয়েছে গ্রামাঞ্চলের ক্রীড়াঙ্গন।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পূর্ব ইলিশা যুব ফাউন্ডেশনের সভাপতি ও ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলানিউজ ভোলা প্রতিনিধি ছোটন সাহা, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মনিরুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক আনেয়ার হোসেন ছোটন, সাংবাদিক আরিফ হোসেন লিটন, শাহরিয়ার জিলন প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, শুধুমাত্র জেলেদের নিয়ে ব্যতিক্রমী জেলে উৎসবের এ আয়োজন। সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে হা-ডু-ডু, দড়ি টানাটানি, নৌকাবাইচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথমদিনে তেমাথা মৎস্যঘাট ও চড়ার মাথা দল হা-ডু-ডু খেলায় অংশগ্রহণ করে। টান টান উত্তেজনাপূর্ণ খেলায় বিভিন্ন তরুণ, যুবক ও মধ্য বয়সের জেলে অংশগ্রহণ করে।

বক্তারা বলেন, ঝুঁকিপূর্ণ পেশার মধ্যে জেলে পেশা অন্যতম। মেঘনা, তেঁতুলিয়া ও সাগর মোহনায় লাখো জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। নদীতে মাছ পেলে তাদের মুখে হাসি ফুটে অন্যাথায় অভাবে দিন কাটে জেলেদের। ঋণের বোঝা মাথায় নিয়ে তারা তাদের ঐতিহ্য ধরে রাখছেন। কিন্তু এসব জেলেরা কোনো উৎসবের সুযোগ পান না। তাই তারা বিনোদন বঞ্চিত। সেই সব জেলেদের জন্য ব্যতিক্রমী এ আয়োজনটি সত্যিই প্রশংসনীয়। জেলে উৎসবের আয়োজনকে ঘিরে তাদের মাঝে হাসি ফুটবে। খেলাধুলার পাশাপাশি নিজ পেশায় তারা হয়ে উঠবে আরো কর্মচঞ্চল।

যুব সংঘঠনের সভাপতি আনোয়ার হোসেন জানান, জীবন জীবিকার প্রয়োজনে নদীতে মাছ শিকার করেন জেলেরা। জীবিকার লড়াইয়ের কারণে তারা বিনোদনের সুযোগ পান না। সেই সব জেলেদের মুখে হাসি ফোটাতে এবং খেলায় উৎসাহিত করতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে জেলে উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন ইভেন্টে  খেলার আয়োজন রয়েছে এবং আগামী ২৫ জানুয়ারি পুরস্কার বিতরণের মধ্যদিয়ে আয়োজনের সমাপ্ত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD