শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশনে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়ার উদ্যোগে বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সন্ধ্যায় চরফ্যাশনের শরীফ পাড়ায় অবস্থিত এডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা সার্জেন্ট (অব.) সৈয়দ আহমেদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, দুলারহাট থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি জাকির হোসেন,
সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ, শশীভূষণ থানা কৃষকদলের সাধারণ সম্পাদক নুরে আলম বেপারীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।