বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন
ভোলা চরফ্যাশনে ঘুর্ণিঝড় রিমেলের প্রভাবে বিচ্ছিন্ন চর অঞ্চল সহ ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ, এই ঘুর্ণিঝড় রিমেলে অনেকেই বাড়ি ঘর হারিয়েছেন,আবার অনেকেই হারিয়েছেন বসত ঘর,মৎস খামারি,পশু খামারি সহ অসংখ্য মানুষ সব কিছু হারিয়ে মানবতার জীবন যাপন করছেন,আবার অনেক দিনমজুর খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে,ঠিক সেই সময়ে ভোলার লালমোহনের কৃতি সন্তান,মানবতার ফেরিওয়ালা আকলিমা মতিন ও তার মানবিক বন্ধুরা ঢাকা থেকে ত্রান নিয়ে এসে চরফ্যাশনের আটকপাট
বেড়িবাধের বাহিরে,বিচ্ছিন্ন দীপ ঢাল চর, চর হাসিনা সহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় ঘুরে ঘুরে মানুষকে শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় বাজার বিতরণ করেন, এবিষয়ে টিম লিডার আকলিমা মতিন বলেন আমার জন্মস্থান ঘুর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত হয়ে মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে,তাই আমি ও আমার বন্ধুরা মিলে নিজেদের অর্থায়নে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ৫ মেট্টিক টন খাবার বিতরণ
করেছি, ইনশাআল্লাহ যতদিন বেচে থাকবো ততদিন অসহায় মানুষের খেদমত করে যাবো।
ঢালচরের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার জানান দুর্যোগ মুহুর্তে ঢাকাস্থ ভোলার শিক্ষিত বন্ধুদের সহযোগিতা অন্যদের অনুপ্রানিত করবে। এ সময় ঢাকা থেকে আসা আকলিমা মতিন , মতিন,জসিম, জাবেদ,মাহামুদুল ইসলাম,রানা,কবির, শাহিন,রতন, আমিনুল ইসলাম,তুহিন,রাকিব ও অপি উপস্থিত ছিলেন।