শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক অনুমোদিত নকশা না মেনে বাড়ি নির্মাণ করায় চিত্রনায়ক শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) রাজউকের ভ্রাম্যমান আদালতের একটি দল এই জরিমানা করেন।
রাজউক সূত্র জানায়, সোমবার সকাল থেকে নিকেতন এলাকার কয়েকটি স্থানে রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। তখন নিকেতন এলাকার ব্লক-ই’র ৬ নম্বর রোডে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নির্মাণাধীন ১০ তলা ভবনে অভিযান চালায় আদালত। সেসময় নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে শাকিব খানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ হোসেন। সেখানে আরও উপস্থিত ছিলেন রাজউক জোন-৪ এর অথরাইজ অফিসার মোহাম্মাদ হোসেন, সহকারী অথরাইজ অফিসার পারভেজ আহমাদসহ অন্যান্য কর্মকর্তারা।