শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের অন্যতম বিদ্যাপিঠ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে জুন সোমবার বিকাল ৩ ঘটিকায় শিক্ষক মিলনায়তন কক্ষে শিক্ষক পরিষদের উদ্দ্যাগে এই আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ হারুন-অর- রশিদ হাওলাদার অধ্যক্ষ, সরকারি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আখতারুজ্জামান খান উপাধ্যক্ষ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ,এছাড়া অত্র কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় অবসরজনিত বিদায় নেন প্রফেসর মকবুলা আক্তার অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। এছাড়া বদলিজনিত বিদায় নেন অধ্যাপক আবদুস সালাম ব্যাপারী,প্রফেসর মোঃ ওসমান গনি,প্রফেসর মোঃ কামাল হোসেন, মোঃ মামুন গাজী, প্রফেসর আব্দুল কুদ্দুস সিকদার,মোঃ নুরুল ইসলাম। বিদায় অনুষ্ঠান উপলক্ষে শিক্ষকদের সম্মাননা স্মারক উপহার দেয়া হয় শিক্ষক পরিষদের পক্ষ থেকে।
বিদায় অনুষ্ঠান উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় সবাই দীর্ঘ বছর চাকরি জীবনের স্মৃতিচারণ করেন শিক্ষকরা।