শনিবার, ০৫ Jul ২০২৫, ১২:০১ অপরাহ্ন
পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ শে রমজান (২১ মার্চ ২০২৫) শুক্রবার নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজন করা হয়।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাখাওয়াত হোসাইন আসাদ,
প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুহাম্মাদ মহিউদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ এম ছানাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ সাজিদুর রহমান প্রমূখ।
ইফতার মাহফিলে বরিশাল জেলা শাখার দায়িত্বশীলবৃন্দ ও উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।