রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা কুয়াকাটা সৈকতে কম্বল মোঁড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার।। বনে অবমুক্ত কলাপাড়ায় স্বর্ন ব্যবয়াসীর বাড়িতে ডাকাতি, ২৫ ভরি স্বর্নলংকার সহ টাকা লুট বাউফলে নিখোঁজ হওয়া এক কিশোরীর ৩দিন পর মরদেহ উদ্ধার শ্রমিক দলের প্রধান সমন্নয়ক শিমুল বিশ্বাসের সুস্থতা কামনায় পটুয়াখালী শ্রমিক দলের দোয়া ও মিলাদ মাহফিল কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন
ঈদ উদযাপনে মুখর ফয়’স লেক-সমুদ্র সৈকত

ঈদ উদযাপনে মুখর ফয়’স লেক-সমুদ্র সৈকত

Sharing is caring!

নগরের ফয়’স লেক সি-ওয়ার্ল্ডের পাড়ে বসে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে পানিতে নামার প্রস্তুতি নিচ্ছিলেন আনাস করিম। হাতে থাকা মুঠোফোনটি বন্ধুকে জমা দিয়ে হঠাৎ পানিতে নেমে পড়লেন তিনি। ডুব দিয়ে উঠতেই তার চোখে মুখে স্বস্তির ছাপ।

কথা প্রসঙ্গে জানালেন, পরিবারের সঙ্গে ঈদ করতে চট্টগ্রাম এলেও কাজ করি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। কাজের চাপে মা-বাবাকে খুব বেশি সময় দিতে পারি না। তাই ঈদের ছুটির পুরোটাই পরিবারের সঙ্গে কাটানোর পরিকল্পনা করেছি। এ কারণেই চট্টগ্রামের বাইরে কোথাও ঘুরতে যাইনি। বন্ধুদের আব্দারে সি-ওয়ার্ল্ডে এসেছি।

আনাস করিমের মতো অনেকের দূরে কোথাও ঘুরতে যাওয়ার সময় সুযোগ না থাকায় ঈদ আনন্দ উদযাপনে তারা এসেছেন ফয়’স লেক সি-ওয়ার্ল্ডে।

পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষের ভিড়। ছবি: উজ্জ্বল ধর

সি-ওয়ার্ল্ডের রঙিন জলে সময় কাটানোর পাশাপাশি নৌকা ভ্রমণ, সার্কাস সুইং, বাম্পার কার, বাম্পার বোট, ফ্যামিলি রোলার কোস্টার, জায়ান্ট ফেরিস হুইল, ড্রাই স্লাইড, ফ্যামিলি ট্রেইন, প্যাডেল বোট, ফ্লোটিং ওয়াটার প্লে, পাইরেট শিপের মতো মজাদার সব রাইডে চড়ে আনন্দে মেতে উঠেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ।

ফয়’স লেক এমিউজমেন্ট পার্কের উপ-ব্যবস্থাপক (বিপণন) বিশ্বজিৎ ঘোষ জানান, বৃহস্পতিবার প্রায় ৫ হাজার দর্শনার্থী ফয়’স লেক ও সি ওয়ার্ল্ডে ঘুরতে আসেন। বুধবার এ সংখ্যা ছিলো ২ হাজারের মতো।

তিনি বলেন, ঈদে সব রাইডের টিকিটসহ মাত্র ৪০০ টাকায় ঘুরে আসা যাবে চট্টগ্রামের সবচেয়ে বড় বিনোদন পার্ক ফয়’স লেকে। ফয়’স লেক হয়ে নৌকা ভ্রমণসহ সি ওয়ার্ল্ডে ঘুরতে চাইলে গুনতে হবে ৬০০ টাকা। এছাড়াও বিশ্ব কলোনি দিয়ে সি ওয়ার্ল্ডের টিকিট মিলবে মাত্র ৪৫০ টাকায়।

ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ছাড়াও নগরের পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা, শিশু পার্ক, ভাটিয়ারি, পারকি সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকত, আগ্রাবাদ জাম্বুরি মাঠ পার্কসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিকেল থেকে উপচে পড়া ভিড় দেখা গেছে।

চট্টগ্রাম চিড়িয়াখানায় মানুষের ভিড়। ছবি: উজ্জ্বল ধর

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া জানান, বৃহস্পতিবার লক্ষাধিক মানুষ পতেঙ্গা সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করতে আসেন। অনেকে ঘুড়ি উড়ানো, সাগরে গোসলসহ সেলফি আর আড্ডায় মেতে উঠেন।

তিনি বলেন, দর্শনার্থীদের নিরাপত্তায় পতেঙ্গা এলাকায় তিনটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে পুলিশ। এছাড়াও ইভটিজিংসহ নানা অপরাধ ঠেকাতে টহল পুলিশের কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাৎ হোসেন শুভ জানান, বৃহস্পতিবার প্রায় ১৭ হাজার দর্শনার্থী চট্টগ্রাম চিড়িয়াখানায় ঘুরতে আসেন। অ্যাভিয়ারি পার্ক, বাঘ-সিংহ, জেব্রা, উট পাখি, ইমু পাখিসহ নানা প্রজাতির পশু-পাখি দেখে আনন্দে সময় কাটান তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD