শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
অনলাইন ডেক্স :মিউজিক ভিডিও নির্মাতা খান রায়হানের শুভ জন্মদিন উপলক্ষে প্রকাশ করিতেছে,ক্ষতি নাই গানের মিউজিক ভিডিও মাই সাউন্ড এর ব্যানার থেকে, গানটিতে কণ্ঠ দিয়েছে জীবন ওয়াসিফ ও নাদিরা মুক্তা। গানটির গীতিকার ও সুর করেছে জীবন ওয়াসিফ নিজেই, এবং গানটিতে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছে রেজওয়ান শেখ। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে অভিনয় করেন আসিফুর রহমান রিফাত, মমি খান, ও সুশান্ত দা, বাংলা সিনেমার একজন ভিলেন তিনি সর্বপ্রথম মিউজিক ভিডিওতে অভিনয় করেন। মিউজিক ভিডিওটি পরিচালনা করে খান রায়হান। মিউজিক ভিডিও প্রসঙ্গে শিল্পী জীবন ওয়াসিফ বলে গানটি আমার কাছে অন্যতম একটি গান। আমি তার আগে অনেক গান করেছি কিন্তু এই গানটি আমার কাছে অন্যরকম একটি গান। এবং গানটির শিল্পী নাদিরা মুক্তা বলে, গানটিতে জীবন আমাকে অনেক সাহায্য করেছেন, এবং গানটির সুরকার রেজওয়ান শেখ অনেক ভালমানের একজন কম্পোজার, তার সাথে কাজ করতে পেরে আমরা খুব আনন্দিত, এবং মিউজিক ভিডিও নিয়ে শিল্পীরা বলেন যে আমরা তার আগে অনেক মিউজিক ভিডিও বাংলাদেশে দেখেছি। কিন্তু এই মিউজিক ভিডিওটি সম্পূর্ণ আলাদা রূপে তৈরি করা হয়েছে। যা তার আগে কখনো মিউজিক ভিডিওতে দেখা যায় নাই। এবং এই মিউজিক ভিডিওটি একটি অ্যাকশন টাইপের মিউজিক ভিডিও। এখানে সত্তিকারের একটি ভালোবাসা তুলে ধরা হয়েছে। মিউজিক ভিডিওটি আপনাদের কাছে সিনেমার মতো দেখা যাবে। এবং নির্মাতা খান রায়হান খুব ভালো মনের মানুষ। তার সাথে কাজ করতে পেরে আমরা নিজেকে খুব আনন্দিত। মনে করি মিউজিক ভিডিও প্রসঙ্গে মাই সাউন্ড এর কর্ণধার জামিল ভাই বলেন মিউজিক ভিডিওটি আমাদের কাছে খুব ভালো লেগেছে। আশা করি দর্শক হৃদয়ে মিউজিক ভিডিওটি জায়গা করে নেবে। এবং অগ্রিম শুভেচ্ছা জানাই নির্মাতা খান রায়হানের জন্মদিন উপলক্ষে।