শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার অবাধ সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে…. বিএনপি নেতা মোশাররফ হোসেন বরিশাল উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ববি’র ফ্যাসিস্ট স্টাফ বাতেন আটক কলাপাড়ায় খালের চড়ে পুতে রাখা যুবকের লা/শ উদ্ধার গভীর রাতে প্রবাসির ঘর থেকে প্রেমিকসহ গৃহবধূ আটক, এলাকায় চাঞ্চল্যে শিক্ষার মানোন্নয়নে কলাপাড়ায় শিক্ষকদের ২দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ২২ জানুয়ারি ভোটের প্রচারে মাঠে নামছেন তারেক রহমান পর্যটকে মুখরিত কুয়াকাটা সৈকত সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন
কোন বেয়াদবদের সাইজ করবেন ফারিয়া?

কোন বেয়াদবদের সাইজ করবেন ফারিয়া?

Sharing is caring!

‘মানুষ আমার ব্যাকগ্রাউন্ড ভুলে যায়। আমি বস্তি থেকে উঠে এসে মিডিয়ায় কাজ শুরু করিনি। আমার অতিরিক্ত বিনয়ের কারণে মানুষ সেটা ভুলে যায়। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে সারাদিন অনেক ভাব নিত, আজারা ঢং দেখাত। সবাইকে দৌড়ের ওপর রাখত, যেটা আমি কোনো দিনই করিনি।’

‘সব সময় খুব সাদামাটা থাকি। কোনো ডিমান্ড করি না, কিচ্ছু না। অনেক হয়েছে। বিনয় দেখিয়ে লোকজনকে মাথায় তুলেছিলাম। মাথায় উঠে তারা এখন ডুগডুগি বাজানো শুরু করেছে। এখন আমার নিজেকে দেখানোর সময় হয়েছে। বিনয়কে কবর দিয়ে দিলাম। সবকটা বেয়াদবকে একসঙ্গে সাইজ করব এবার। কথা দিলাম।’

সম্প্রতি নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে অজ্ঞাত পরিচয় কিছু মানুষের প্রতি এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন আলোচিত মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। তবে কোন বেয়াদবদের তিনি শায়েস্তা করবেন, তাদের নাম উল্লেখ করেননি বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করে নজরে আসা এই টিভি তারকা।

তবে ফারিয়ার এই স্ট্যাটাসকে সস্তা পাবলিসিটি হিসেবে দেখছেন নেটিজেনরা। তাদের একাংশের মন্তব্য, আলোচনায় আসার জন্যই ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। অনেকে আবার তাদের নাম প্রকাশ করার অনুরোধ জানিয়েছেন, যাদের উদ্দেশ্য করে স্ট্যাটাসটি দিয়েছেন ফারিয়া।

এর আগে গত বছরের জুনে এক সাক্ষাৎকারে গিয়ে কাস্টিং কাউচের অভিযোগ তুলে হইচই ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। তিনি অভিযোগ করেছিলেন, একাধিক প্রযোজক ও চলচ্চিত্রের একজন নায়ক নাকি তাকে কাজের বিনিময়ে আপত্তিকর প্রস্তাব দিয়েছিলেন। যদিও সেসময়ও ফারিয়া কারো নাম উল্লেখ করেননি।

পরে ফারিয়ার ওই অভিযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া ও টকশোতে ঝড় উঠে। কেউ কেউ অভিনেত্রী পক্ষে কথা বলেন, আবার কেউ কেউ ফারিয়ার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে তাকে কটাক্ষ করেন। সেসময়ও অনেকে মন্তব্য করেছিলেন, আলোচনায় আসার জন্য এরকম অভিযোগ করছেন ফারিয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD