শনিবার, ০৫ Jul ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন
ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জির পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি থেকে সিরিজটি নির্মিত হচ্ছে।
মঙ্গলবার (৬ জুলাই) পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার এমন খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, পরীমনি ছাড়া বাংলাদেশে থেকে সিরিজটিতে আরো রয়েছেন- চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম এবং টলিউডের অনির্বাণ ভট্টাচার্য।
এর আগে এই সিরিজের মুশকান জুবেরীর চরিত্রের জন্য জয়া আহসানের নাম শোনা গিয়েছিল। তবে চূড়ান্ত পর্যায় এতে জয়ার পরবর্তীতে পরীমনিকে নেওয়া হবে বলে ঠিক হয়েছে। এটি নির্মিত হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম হইচই’র জন্য।