শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:২৬ অপরাহ্ন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।
সোমবার (১৬ ডিসেম্বর) এক সৌজন্য বৈঠকে নরেন্দ্র মোদীকে এই আমন্ত্রণ জানান হাইকমিশনার।
এদিন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী বৈঠক করেন। বৈঠকে আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানান তিনি। এ আমন্ত্রণ গ্রহণ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশ-ভারত চলমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। এছাড়া বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতেও সন্তোষ প্রকাশ করেন এ বিজেপি নেতা। এসময় ভারতের প্রধানমন্ত্রীকে একটি নকশিকাঁথা উপহার দেন সৈয়দ মোয়াজ্জেম আলী।
প্রায় পাঁচ বছর দায়িত্ব পালন শেষে দিল্লি থেকে বিদায় নিচ্ছেন সৈয়দ মোয়াজ্জেম আলী। দিল্লিতে নতুন হাইকমিশনার হিসেবে যোগ দিচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান।