সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ১৩ নগরীতে এক স্কুলছাত্রী ও তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা কলাপাড়ায় ডেভিল হান্টের অভিযানে আ.লীগ নেতা ফজলু ফকিরসহ ৩ জন গ্রেফতার স্কুল মোড়ে থাকা নিজের ছবি সম্বলিত বিলবোর্ড নিজেই নামিয়ে ফেলেন বর্গীর লাল চোখ জনগণ পাত্তা দেবেনা : মাস্টার আঃ মান্নান সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ এখন জিয়া পরিষদে রুপ আমি কারও জমির ধান কাটি নাই, আমার বিরুদ্ধে সকল অভিযোগ মিথ্যা… হাফেজ আবদুল বারেক নির্বাচনী তফসিল ঘোষনাকে শুভেচ্ছা জানিয়ে কলাপাড়ায় বিএনপির আনন্দ মিছিল পটুয়াখালীতে যৌতুক মামলার বাদী ফাতেমাকে কোট চত্বরে সতিনের বর্বরোচিত হামলা পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ তার ভাই আজাদসহ দুই স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামালা বরিশালে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ পালিত সচেতনতামূলক সভা ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত বেগম জিয়ার জন্য ১৬ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া দল থেকে মনোনয়ন পেল পটুয়াখালী-০১, ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোসনা দিল পটুয়াখালী ৪ আসনে কলাপাড়ায় চালু হলো ‘মায়াজ মার্ট.কম’ — ঘরে বসেই মিলবে পণ্য সেবা
নগরীতে এক স্কুলছাত্রী ও তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরীতে এক স্কুলছাত্রী ও তার মায়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বরিশাল নবগ্রাম রোড সংলগ্ন ‘নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয়’ এর এক শিক্ষার্থী ও তার মায়ের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের একাধিক অভিভাবক ও শিক্ষার্থী।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা রেবা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন- অভিভাবক নাহিদ সুলতানা, নাজনীন আক্তার, খাদিজা, শিরিন সহ শিক্ষার্থী তামিম, সিমরান সামিরা, তাসিন ইসলাম, মারুফ, নিশি, সামিয়া ও জুনায়েত সহ প্রায় অর্ধশত।

লিখিত বক্তব্যে বলেন, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী তানজিলা আক্তার মাইসা কে নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয় সহ বরিশাল শিক্ষা বোর্ড থেকে পূর্ণাঙ্গ বহিষ্কার এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে বরিশাল বিমানবন্দর থানায় দায়ের করা মামলা প্রত্যাহার এবং মামলার বাদি শিক্ষার্থী মাইসার মা খাদিজা আক্তারের উচ্ছৃঙ্খল কার্যকলাপের জন্য শত শত শিক্ষার্থীর পড়ালেখার পাশাপাশি অত্র স্কুলের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গত ২৭/১১/২০২৫ তারিখে মাইসা ও তার মা খাদিজা আক্তার স্কুল বসে অন্যান্য অভিভাবকদের সহ স্কুলের ম্যানেজিং কমিটির লোকজন এবং শিক্ষক সহ সকলের সাথে অসৌজন্য মূলক আচরণ শুরু করলে সকল শিক্ষার্থী মাইসাকে বহিষ্কার-এর জন্য তারা তুমুল আন্দোলন করে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিমান বন্দর থানার এসআই তারেক ও এএসআই আজমল সহ পুলিশের একটি টিমের উপস্থিতিতে স্কুল ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের উপস্থিতিতে ছাত্রী মাইসার পরীক্ষা স্থগিত করার ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়।

যা গত ৩০/১১/২০২৫ তারিখে দৈনিক আজকের পরিবর্তন ও দৈনিক আলোকিত বরিশাল পত্রিকায় সংবাদ প্রকাশ হয়।

পরবর্তীতে মাইসার মা খাদিজা আক্তার ২৭/১১/২০২৫ তারিখ বাদি হয়ে বিমানবন্দর থানায় ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নাছিরকে সহ কয়েক ছাত্র-ছাত্রীকে আসামি করে একটি অভিযোগ দেয়।

পরবর্তীতে ঐ একই ঘটনার অনুকূলে দুজন শিক্ষকসহ কয়েক শিক্ষার্থীর বিরুদ্ধে বরিশাল সিএমএম কোর্টে মামলা করেছেন।

নাম পরিবর্তন করে থানা ও আদালতে দুই রকম অভিযোগ দেওয়ার কারণে, উক্ত বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলে উঠে আসে।

স্কুলের সিনিয়র শিক্ষক মোসা. লুৎফুননাহার গত ২৬/১১/২০২৫ তারিখে বিমানবন্দর ওই থানায় একটি জিডি দায়ের করলেও, তিনি সহ অন্য শিক্ষক এবং স্কুলের কয়েক ছাত্র-ছাত্রী হয় ওই মামলার আসামি।

মাইসার মা খাদিজা আক্তার শ্বশুর, স্বামী, ননদ এর নামে মামলা করে সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন, পুরো পরিবার তার কাছে জিম্মি। স্থানীয় অনেকের বিরুদ্ধে এর আগে একাধিক মামলা দায়ের করেছে।

নগরীর ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার নুরুল ইসলাম এসব ঘটনা নিয়ে বহু সালিশ ব্যবস্থা করেছেন।

নয়গাঁও মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র সেন বলেন, ২৭ নভেম্বর মাইসার ও তার মা খাদিজাকে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বসে অন্য অভিভাবকদের সাথে তর্ক বিতর্কের এক পর্যায় সকল শিক্ষার্থীরা মাইসাকে বহিষ্কারের দাবিতে আন্দোলন শুরু করে।

তখন আন্দোলন স্থগিত করার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কৌশল অবলোপন করে আমি ঘোষণা দিয়ে জানান দেই- মাইসাকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তবে শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনো মারামারি হয়নি। বাহিরে কখন কী হয়েছে তা আমি জানি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD