শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে গুলিবর্ষণের আদেশ পালন করেন সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার বাহিনী।
মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনাকালে বাকরজা নামক স্থানে একটি বোটকে নদীতে জাল ফেলে মাছ ধরা অবস্থায় পেলে তারা পালিয়ে যায়।
অভিযানিক দল জাল জব্দকালীন সময়ে পালিয়ে যাওয়া বোট আরো ৭-৮ বোটসহ মোট আনুমানিক ৬০-৭০ জন আক্রমণ করেন।
এসময় দুর্বৃত্তরা ঢিল ছুড়ে এবং বাশ দিয়ে আঘাত করলে স্পীডবোট চালক মামুন আহত হন।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুলিবর্ষণের আদেশ দেন।
সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার বাহিনী গুলিবর্ষণ করলে ২-৩ জন গুলির আঘাতে আহত হন।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা ও সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।