ক্রাইমসিন ডেক্সঃ
দেশের জাতীয়, আঞ্চলিক ও বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত বরিশাল বিভাগীয় সাংবাদিকদের অংশগ্রহণে বুধবার, ১১ ডিসেম্বর সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) তে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বরিশালের সাংবাদিকদের সাথে এই আয়োজন করেছে বেসরকারি প্রতিষ্ঠান ‘দৃক’। দৃকের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানে বরিশালের শহীদ, সারাদেশের সকল শহীদ ও আহতদের শ্রদ্ধা জানিয়ে শুরু হয় আলোচনা।
গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সকল খাতেই সংস্কারের প্রশ্ন উঠেছে।
এর ধারাবাহিকতায় সংবাদমাধ্যম ও সাংবাদিকতায় সংস্কারের লক্ষ্যে এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন সাংবাদিকরা।
বরিশালের সাংবাদিকরা জুলাই গণঅভ্যুত্থানের কঠিন ও প্রতিকূল পরিবেশের অভিজ্ঞতা স্মরণ করেছেন।
সাংবাদিকরা জানান মাঠে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন পক্ষের হয়রানি ও নিপীড়নের শিকার হয়েছেন তারা। নানামুখী হামলার শিকার আহত হয়েছেন অনেকেই।
টার্গেটেড আক্রমণ ঠেকাতে আইডি কার্ড, প্রতিষ্ঠানের লোগো এমনকি বুলেট প্রুফ জ্যাকেটও খুলে রাখতে হয়েছে।
সাংবাদিকরা বলেন, দেশে প্রকৃত অর্থেই জনস্বার্থে সাংবাদিকতার সংকট রয়েছে এবং এ থেকে উত্তরণের লক্ষ্যে সংস্কার জরুরী। তারা মনে করেন দেশে বর্তমানে অন্তর্বর্তী সরকার হয়েছে এবং এই আমলেই সাংবাদিকতার সংস্কার জরুরি।
জ্যেষ্ঠ সাংবাদিক সুশান্ত ঘোষ বলেন, সাংবাদিকদের সামাজিক, অর্থনৈতিক, শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সংবাদমাধ্যম যদি মালিকপক্ষের মুনাফা অর্জনের হাতিয়ার হয়ে থাকে তাহলে সাংবাদিকতায় সংস্কার সম্ভব নয় বলেও জানান তিনি।
একইসাথে নতুন গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনকে সারাদেশের সাংবাদিকদের সাথে আলোচনার মাধ্যমে তৃণমূল থেকে সংবাদমাধ্যমের সংস্কারের তাগিদ জানিয়েছেন সাংবাদিক সুশান্ত ঘোষ।
জ্যেষ্ঠ সাংবাদিক ও বরিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন বলেন, ঢাকার বাইরে মফস্বলের সাংবাদিকতা এখনো পেশাগত স্বীকৃতি অর্জন করতে পারেনি।
সাংবাদিকতার মর্যাদা ও অর্থনৈতিক স্বচ্ছলতা তৈরি না হলে প্রকৃত অর্থে সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।
এই পরিস্থিতিতে গণমানুষের আস্থা অর্জনের লক্ষ্যে লেজুড়বৃত্তি ছেড়ে আদর্শ ও নৈতিকতার মানদণ্ডে সাংবাদিকতার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান বরিশালের সাংবাদিকদের। একইসাথে গণঅভ্যুত্থানের ৪ মাস পরেও সাংবাদিকতা সংস্কারের লক্ষণ নেই জানিয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন তারা।
তারা জানান সংবাদমাধ্যমে স্বাধীনতা ফিরিয়ে আনার লক্ষ্যে খোদ সংবাদমাধ্যমগুলোতে কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি।
মতবিনিময়ে অংশ নেয়া সাংবাদিকরা দেশের পত্রিকাগুলোর ভিত্তিহীন ও অবাস্তব সার্কুলেশন নিয়েও প্রশ্ন তুলেছেন। পরিশেষে সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ।
সংবাদমাধ্যমের উন্নয়ন, সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিসত্ত্বর উদ্যোগ নেয়ার তাগিদ জানিয়েছেন তিনি।
দৃকের পক্ষ থেকে এই আয়োজন সঞ্চালনা করেছেন সাংবাদিক সামিয়া রহমান প্রিমা।