রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলনের দায় মো, হাবিব তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(২৩ আগস্ট)দুপুরের দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামের কলেজ বাজার সংলগ্ন খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেড মো,ইয়াসিন সাদেক মো, হাবিব তালুকদার সহ তিনজনকে আটক করে।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ও ১৫ ধারা অনুসারে পরিচালিত মোবাইল কোর্ট হাবিব তালুকদার কে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বাকি দুজন মো,বাচ্চু খান,পিতা সালাম খান,মো বাদশাহ পিতা সোহরাফ। তারা উভয়ই চম্পাপুর ইউনিয়নের বাসিন্দা। তাদের দুজনকে মুচলেকা রেখে ছেড়ে দেন।
পরে বালু উত্তোলনের পাইপ বিনষ্ট করে দেয়া হয়েছে। চম্পাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রব তালুকদারের ছেলে হাবিব তালুকদার।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসিন সাদেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাচজনিয়া কলেজ বাজার খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম জেল দেয়া হয়।
বাকি দুজনকে মুছলেকা রেখে ছেড়ে দেয়া হয়।
মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া