বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১১ অপরাহ্ন
ক্রাইমসিন ডেক্সঃ
বরিশালে ৬৯ এর গণ অভুত্থানের নায়ক শহীদ আসাদের ৫৫তম দিবসটি যথাযোগ্য মর্যদায়
উদযাপন উপলক্ষে আসাদের অস্থায়ী প্রতিকৃর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন ও আলোচনা
সভা,আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করেছে শহীদ আসাদ পরিষদ বরিশাল জেলা শাখা। আজ
শনিবার (২০) জানুয়ারী সকাল সাড়ে ১০টায় অশ্বিনী কুমার টাউন হলে সম্মুখে
কর্মসূচি পালিত হয়।
আসাদ পরিষদের সভাপতি ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও শামিল শাহরুখ তমালের
সঞ্চলনায় এসময় শহীদ আসাদকে স্মরন করে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জ্যোতির্ন্ময়
চক্রবর্তী রতন, অধ্যাপক আমিনুর রহমান খোকন,অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল,একে
আজাদ,মনিষা চক্রবর্তী,আরিফুর রহমান মিরাজ,সুজয় শুভ,বিজন সিকদার, মিন্টু দে,
কিশোর চন্দ্র বালা সহ সাবেক ও বর্তমান ছাত্রনেতৃবৃন্দ ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়াকার্সপার্টি নেতা মোজাম্মেল হক
ফিরোজ,অধ্যক্ষ আঃ মোতালেব সহ বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ। আসাদ দিবস স্মরনসভা
অনুষ্ঠানে আবৃত্তি ও গণসংগীত পরিবেশন করে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক
সংগঠন,বরিশাল।
এর পূর্বে শহীদ আসাদের প্রতিকৃতিতে আসাদ পরিষদ,বাসদ, গণ সংহতি
আন্দোলন,ছাত্র ইউনিয়ন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করে।