বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
কাউন্সিলর লিংকুর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন
সাবেক কাউন্সিলর জামাল হোসেন নোমানের সার্বিক দিক নির্দেশনায় ৯ নং ওয়ার্ড থেকে ২০২৩ সালের এস এস সি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন ৯ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক সৈয়দ হুমায়ুন কবির লিংকু । মহতী এই উদ্যোগ কে সাফল্য মন্ডিত করতে এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তবর্গের পক্ষ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মুজিবুর দপ্তরী , শ্রী বিচিত্র রঞ্জন দাস , শ্রী মনোরঞ্জন সাহা , এ্যাড শিব সংকর সাহা , ফরিদ – ই আলম , এ্যাড শিব সংকর বণিক , মহিউদ্দীন আহমেদ খোকন , আক্কেল হোসেন সোহরাব , শাহ আলম খান , সৈয়দ ফয়েজ , এস এম সায়েম । অর্ধশতাধিক শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে অভিভাবকদের উপস্থিতিতে সংবর্ধিত করা হয় । এ প্রসঙ্গে নবনির্বাচিত কাউন্সিলর সৈয়দ লিংকু বলেন , জনগণের যে কোন প্রয়োজনে এবং যে কোন আয়োজনে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে । মুরুব্বীদের আন্তরিক দোয়া এবং সমবয়সী ও ছোটদের একান্ত ভালোবাসা আমার চলার পথের পাথেয় হিসেবে আমি আজীবন প্রত্যাশা করি ।