শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: থাইল্যান্ডে সেনা অভ্যুত্থান হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়েছে। এদিকে সোমবার থাই প্রধানমন্ত্রী ও জান্তা প্রধান প্রায়ূত চ্যান-ও-চা এই অভ্যুত্থানের বিষয়টিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছেন।
সম্প্রতি থাই রাজকুমারী উবোলরত্ন আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার তিনি তার রাজ খেতাব বাতিলের ঘোষণা দেন।
থাইল্যান্ডে আগামী ২৪ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাজকুমারী উবোলরত্ন সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মিত্র একটি রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। এরপর থেকেই দেশটিতে অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
এদিকে, সোমবার থাই প্রধানমন্ত্রী ও জান্তা প্রধান অভ্যুত্থানের গুঞ্জনকে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে প্রায়ূত চ্যান-ও-চা এর তার নেতৃত্বে থাইল্যান্ডে সেনা অভ্যুত্থান ঘটে।
সূত্র : এএফপি, স্ট্রেইটস টাইমস