শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
কাল সন্ধ্যায় শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

কাল সন্ধ্যায় শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ

Sharing is caring!

অনলাইন ডেক্স:প্রচার-প্রচারণার পালা প্রায় শেষ, শেষ অপেক্ষার পালাও। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন কাল। বাংলাদেশ সময় সন্ধ্যায় শুরু হবে ভোটগ্রহণ। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রত্যাশা, ভোটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিদায় করবে জনগণ। আরও ৪ বছর হোয়াইট হাউসে থাকার ব্যাপারে আশাবাদী ট্রাম্পও। তবে ফলাফল নিয়ে আবারও শঙ্কা উস্কে দিয়েছেন তিনি। কিছু রাজ্যে ভোটে কারচুপির অভিযোগও তুলেছেন। বলেছেন, আনুষ্ঠানিক ফলাফলের জন্য অপেক্ষা নয়, ভোটের রাতেই বিজয় ঘোষণা দিতে চান।

প্রচারণার পুরো সময়টাই এবার এমন বৈপরীত্য। করোনা সতর্কতায় প্রায় জনশূণ্য জো বাইডেনের সমাবেশ। আর, ভাইরাসের তোয়াক্কা না করে হাজারো সমর্থক নিয়ে সমাবেশ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। শেষ মুহুর্তের প্রচারণায়ও তার ব্যতিক্রম হলো না।

ছুটির দিনে, ৫ রাজ্যে সমাবেশ করেন রিপাবলিকান প্রার্থী। জানান, পূর্ণাঙ্গ ফলাফলের জন্য অপেক্ষা করবেন না। বুথফেরত জরিপ বা প্রাথমিক ফলাফলে এগিয়ে থাকলে ভোটের রাতেই ঘোষণা দেবেন বিজয়ের।

বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্বাচন শেষ হওয়ার পর, দীর্ঘদিন ধরে ব্যালট পেপার গণনার বিষয়টি ভয়াবহ। এটা সুপ্রিম কোর্টের বিরক্তিকর বিধিমালা। কম্পিউটার প্রযুক্তির এ যুগে, কেনো নির্বাচনের রাতেই আমরা ফলাফল পাবো না? গণনায় এগিয়ে থাকলে ভোটের রাতেই, বিজয় ঘোষণার পরিকল্পনা আমার।

ডেমোক্র্যাট সরকার থাকা, রাজ্যগুলোয় কারচুপির অভিযোগও তোলেন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প, পেনসিলভানিয়া বা নেভাদা’য় নিরপেক্ষ ফলাফল পাওয়া কঠিন। রাজ্যগুলোয় বিপুল পরিমাণ মেইল-ইন ব্যালট হারানোর খবর পেয়েছি। অথচ, মার্কিনীরা প্রায় একমাস যাবৎ আগাম ভোট দিচ্ছেন। এই কারচুপি চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত।

বাইডেন সমাবেশ করেন পেনসিলভানিয়া ও জর্জিয়ায়। তার দাবি, ট্রাম্পকে বিদায় করার জন্য মুখিয়ে আছে যুক্তরাষ্ট্রের মানুষ।

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, দেশরক্ষায় ব্যর্থ প্রেসিডেন্ট আর দু’দিনের মধ্যেই ক্ষমতাচ্যুত হবেন। বর্ণবৈষম্যের ইতি টেনে, সবার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো আমরা। কারণ, গেলো ৪ বছরে সবখাতে বৈষম্যের শিকার অশ্বেতাঙ্গরা।

কারচুপির অভিযোগ কিংবা ট্রাম্পের হুমকিতে বিভ্রান্ত না হয়ে মানুষকে ভোটকেন্দ্রে যাওয়ার আহবান জানান বাইডেন।

জো বাইডেন বলেন, ভোটের মাধ্যমেই গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গুরুত্বপূর্ণ এ নির্বাচনে ভোটারদের বিরত রাখার চেষ্টা করছে রিপাবলিকানরা। পেনসিলভানিয়া নিয়ে ভীত প্রেসিডেন্ট। কারণ- এখানে ভোটাররা ঘুরে দাঁড়ালেই তার বিদায়ঘণ্টা বেজে যাবে।

সবশেষ জরিপ অনুসারে, ট্রাম্পের চেয়ে প্রায় ৯ শতাংশ বেশি সমর্থন নিয়ে এগিয়ে, বাইডেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD