শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক : আসন্ন নির্বাচনে সব প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’ চেয়ে আবারও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারা।
বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের শীর্ষ ১০ নেতা উপস্থিত রয়েছেন। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, ড. জাফুরুল্লাহ প্রমুখ। অপরদিকে নির্বাচন কমিশনের পক্ষে সিইসি ছাড়াও উপস্থিত রয়েছেন অন্যান্য কমিশনাররা।
জানা গেছে, নির্বাচনী প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে এবং যেসব নেতাকর্মী আটক হয়েছেন সে বিষয়ে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে তালিকা দেওয়া হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে প্রতিকার চাইবেন তারা।