মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
পারভেজ,বরিশাল প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৫ই ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় নগরীর বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ হোসাইন হেলাল, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ আতিকুল্লাহ, সভাপতি, বরিশাল সংস্কৃতি কেন্দ্র। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আযাদ আলাউদ্দীন, পরিচালক, বরিশাল সংস্কৃতি কেন্দ্র ও সভাপতি, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন।
আয়োজকদের পক্ষ থেকে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক ভাবে সহযোগিতা করেছে বরিশাল সংস্কৃতি কেন্দ্র, বরিশাল সাংস্কৃতিক সংসদ, হেরারসি শিল্পীগোষ্ঠী, সূচনা সাংস্কৃতিক সংসদ, বাংলা নাট্য মঞ্চ, চন্দ্রদীপ শিল্পীগোষ্ঠী, সুফিয়ান নাশিদ গ্রুপ, কণ্ঠশীলন একাডেমি, শ্রোতা আবৃত্তি সংসদ ও মুক্তিযোদ্ধা পাঠক ফোরাম।
বাংলাদেশী সাংস্কৃতিক জোট, বরিশাল এর উদ্দ্যাগে এই আয়োজন করা হয়। সর্বস্তরের মানুষ এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত থেকে মহান বিজয় দিবসের এই কর্মসূচি সফল করে।