বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৮ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: অল-রাউন্ড নৈপূণ্য দিয়ে অনেক আগেই তিনি হয়ে গেছেন বাংলাদেশের ক্রিকেটের পোস্টার বয়। শিশির ভেজা বল গ্রিপ করাই কঠিন। জায়গা মতো পিচ করানোও তাই সহজ নয়। ভেজা বল টার্ন করে না। বরং সুন্দরভাবে ব্যাটে চলে আসে। কিন্তু বোলার যখন সাকিব আল হাসান, তখন এসব থিওরি উল্টে যায়। যার প্রমাণ বৃহস্পতিবারের ম্যাচ। ওই ম্যাচে ব্যাট-বলে যে নৈপূণ্য দেখিয়েছেন সাকিব, তার চেয়ে বেশি কিছু চাওয়ার নেই স্পিন কোচ সুনীল যোশীর।
ভারতীয় সাবেক এই স্পিন তারকা বলেছেন, ‘সাকিব অসাধারণ এক পারফরমার। আমরা সবাই জানি সে কতটা প্রতিভাবান। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই সেরাদের একজন সে। শুধু টি-টোয়েন্টি নয়, টেস্ট হোক বা ওয়ানডে, সে দারুণ। একটি টি-টোয়েন্টি ম্যাচে ২০ রানে ৫ উইকেট নিয়েছে। ওর কাছ থেকে স্পিন কোচ হিসেবে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই আমার। যোগ্য হিসেবেই সে তিন সংস্করণে ৫ উইকেট নিয়েছে; যে ক্লাবে আছেন বিশ্বের মাত্র ৮ বোলার!’
উল্লেখ্য, গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ২১ বলে ৪৩ করা মাহমুদউল্লাহর সঙ্গে ৯১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে সাকিব খেলেন ২৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস। এরপর ক্যারিবীয় ব্যাটসম্যানরা যখন তাণ্ডব চালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মাত্র ২০ রানে ৫ উইকেট তুলে নিয়ে দলকে ৩৬ রানে জিতিয়ে মাঠ ছাড়েন সাকিব। আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। মিরপুর শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হবে বিকাল ৫টায়।