সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পূর্বাহ্ন
বরিশালে মাদক কারবারীদের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নগরবাসী।
‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ এই শ্লোগান নিয়ে মঙ্গলবার দুপুর ১টায় বরিশাল নগরীর ৬নং ওয়ার্ডের হাটখোলাস্থ চরমোনাই ট্রলারঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে।
স্থানীয় কাউন্সিলর খান মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, এই এলাকাটিতে নিন্ম আয়ের লোক বাস করে। এখানে মাদক ব্যবসায়ীদের অবস্থান শক্ত। তাই সবাইকে একত্রিত হয়ে এদের উচ্ছেদ করতে হবে।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী।