বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৭ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: হারিয়ে যাওয়া ফর্ম আবার ফিরে পেয়েছেন। সাম্প্রতিক ম্যাচগুলোতে তার ব্যাট সেই আগের মতোই নান্দনিক ঝলক দেখিয়ে যাচ্ছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়ন্টিতে তিনি ফ্লপ। শুধু তাকে দোষ দিয়ে লাভ নেই; একমাত্র অধিনায়ক সাকিব ছাড়া সবাই আত্মহত্যার মিছিলে নেমেছিলেন। টেস্ট এবং ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে তাই দলের ব্যাটসম্যানদের বুদ্ধি খাটিয়ে খেলার পরামর্শ দিলেন বিধ্বংসী টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচ শুরু হবে বিকাল পাঁচটায়। তার আগে আজ সাংবাদিকদের কাছে সৌম্য বলেন, ‘ওরা (ওয়েস্ট ইন্ডিজ) এই সংস্করণে বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা চেষ্টা করছি ওদের সঙ্গে তাল মিলিয়ে খেলার। হয়তো বুদ্ধির কোনো ঘাটতি ছিল। আমরা শুরুতে চড়াও হতে চেয়েছিলাম। আমরা যদি বুদ্ধি খাটিয়ে খেলতাম, পেসারদের প্রথম কিছু ওভার সতর্ক থেকে সামলাতাম, তাহলে শেষের দিকে রান কাভার করে ফেলতে পারতাম।’
তরুণ এই ব্যাটসম্যান বাকী দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের আত্মবিশ্বাস খুঁজছেন উইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ থেকে, ‘প্রথম ম্যাচ হেরে পিছিয়ে আছি আমরা। চেষ্টা করব দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচ হেরেছিলাম। পরের দুই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিলাম। এখানে প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছিলাম, যেমন শুরুতে কিছু উইকেট হারিয়ে ফেলা, তা যদি পরের ম্যাচে না হয় তাহলে আমরা ভালো করব।’
সিলেটে প্রথম টি-টোয়েন্টিতে ৮ উইকেটে হারে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ ১৩০ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ৫৫ বল বাকি থাকতে। সেই হারের কারণ নিয়ে সৌম্য বলেন, ‘শুরুতে উইকেট পড়ে যাওয়ায় মাঝখানে একটু মন্থর ব্যাটিং করতে হয়েছিল। সাকিব ভাই একা টেনে নিয়ে গেছিলেন দলকে। তার সাথে যদি আমাদের আরেকজন রান করত তাহলে ১২৯ এর জায়গায় রান ১৬০ হয়ে যেত। তখন খেলার ধরন অন্য রকম হতে পারত। বোলারদের আত্মবিশ্বাসও বেশি থাকত। পাওয়ার প্লেতে অনেক রান করেছে ওরা। আমরা যদি সেখানে ডট বলের সংখ্যা বাড়াতে পারতাম, তাহলে হয়তো খেলাটা আরেকটু দূর পর্যন্ত যেত।’