বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ,সাধারন সম্পাদক নাসির উদ্দীন নাসির কলাপাড়ায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত তারেক রহমানের পক্ষ থেকে বরিশাল মহানগর বিএনপির ঈদ উপহার বিতরণ পর্যটক আকর্ষনে ঈদকে ঘিরে কুয়াকাটায় চলছে শেষ সময়ের প্রস্তুতি কলাপাড়ায় ঈদের চাঁদ উৎসব কলাপাড়ায় ১১ গ্রামের ১৫ হাজার মানুষ উদযাপন করছে আগাম ঈদ পটুয়াখালীতে আজ ৩৫টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন পালিত হচ্ছে কলাপাড়ায় ৩৪টি এসএসসি ব্যাচের ‘হাইস্কুলিয়ান ইফতার ২০২৫’ অনুষ্ঠিত কলাপাড়া পৌর নির্বাচন।।মেয়র পদে নির্বাচন করতে তৎপর নান্নু মুন্সী কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠিত বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তির জন্য ইফতার কলাপাড়া সাংবাদিক ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান কুয়াকাটায় ১০ দোকানে তালা ঝুলিয়ে দিয়েছেন বিএনপি সভাপতির দুই ছেলে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১১ নেতার পদ স্থগিত বাউফলে থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মার্কিন ইতিহাসে প্রথম বর্ণবাদী প্রেসিডেন্ট ট্রাম্প: বাইডেন

মার্কিন ইতিহাসে প্রথম বর্ণবাদী প্রেসিডেন্ট ট্রাম্প: বাইডেন

Sharing is caring!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বর্ণবাদী প্রেসিডেন্ট বলে অভিযোগ করেছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ট্রাম্পের বিরুদ্ধে আরও অভিযোগ করে তিনি বলেন, ‘গায়ের রং দেখে সরকার চালান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’।

বাইডেনের অভিযোগের জবাব দিয়েছে ট্রাম্প শিবিরও। তাদের বক্তব্য, ডেমোক্র্যাট প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন। বরং তিনিই অতীতে বর্ণবাদী মন্তব্য করেছেন বলে ট্রাম্প শিবিরের অভিযোগ।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং জর্জ ফ্লয়েড হত্যার ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ নিয়ে নতুন করে আন্দোলন শুরু হয়েছে। ডেমোক্র্যাটরা বারবার অভিযোগ করেছেন, ট্রাম্পের প্রশাসন বর্ণবাদকে প্রশ্রয় দিচ্ছে। খবর ডয়চে ভেলের।

ফ্লয়েড হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে ‘ব্ল্যাক লাইফ ম্যাটার্স’ আন্দোলন শুরু হয়। গোড়ায় সেই আন্দোলনকেও যেভাবে দমন করার চেষ্টা করেছিলেন ট্রাম্প, তা নিয়ে বিরোধীরা সরব হয়েছিলেন। বলা হয়েছিল, বর্ণবাদকে প্রশ্রয় দিচ্ছেন ট্রাম্প। তারই মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ভাগের একটি সেনা পতাকাকে সমর্থন জানিয়েছেন ট্রাম্প। যে পতাকার সঙ্গে বর্ণবাদের ইতিহাস জড়িত বলে অভিযোগ। তারপরেও ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ উঠেছে।

কিন্তু বুধবার জো বাইডেন যেভাবে ট্রাম্পকে আক্রমণ করেছেন, তা নজিরবিহীন। বাইডেন বলেছেন, এই প্রথম যুক্তরাষ্ট্র কোনো বর্ণবাদী প্রেসিডেন্ট দেখল। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের বহু প্রেসিডেন্ট দেখেছে মার্কিন মুলুক। কিন্তু সরাসরি এমন বর্ণবাদী প্রেসিডেন্ট কখনও দেখেনি। ট্রাম্পের হাত ধরেই যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ফের মাথা চাড়া দিয়ে উঠছে বলে অভিযোগ করেছেন বাইডেন। তার বক্তব্য, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র নয়, বিভেদের দেশ গড়ে তুলেছেন ট্রাম্প।

স্বাভাবিকভাবেই বাইডেনের এই নজিরবিহীন অভিযোগের বিরুদ্ধে সরব হয়েছে ট্রাম্প শিবির। প্রেসিডেন্টের নির্বাচন উপদেষ্টা ক্যাট্রিনা পিয়েরসন জানিয়েছেন, ‘বাইডেনের বক্তব্য শুধু ভুল নয়, মন গড়া। ডোনাল্ড ট্রাম্প কোনোদিনই বিভেদের রাজনীতি করেননি’।

তার দাবি, ‘কৃষ্ণাঙ্গ মানুষদের কাছে ট্রাম্প অত্যন্ত জনপ্রিয়। তার ভোটের একটা বড় অংশই কৃষ্ণাঙ্গ’। একই সঙ্গে ক্যাটরিনার অভিযোগ, ‘ট্রাম্প নন, বাইডেনই বরং বর্ণবাদী’।

এক সময় বারাক ওবামা সম্পর্কে বাইডেনের মন্তব্য সামনে নিয়ে এসেছেন ক্যাটরিনা। সেখানে বাইডেন বলেছিলেন, বারাক ওবামা তাঁর দেখা প্রথম কৃষ্ণাঙ্গ যিনি ঝকঝকে, সুপুরুষ, বুদ্ধিদীপ্ত। ক্যাটরিনার এই বক্তব্যকে অবশ্য নাকচ করে দিয়েছে বাইডেন শিবির। তাদের বক্তব্য, বাইডেনের বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD