রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১১:২৩ অপরাহ্ন
২৬টি পাটকল বন্ধ ঘোষণার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।
সোমবার (২০ জুলাই) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলার সম্বয়ক অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড বিশ্বনাথ দাস মুন্সী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বরিশাল জেলার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্ত্তী, গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সম্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলার সদস্য অধ্যাপক বীরেন রায় এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মাক্সবাদী বরিশাল জেলা আহ্বায়ক সাইদুর রহমান।
সভায় সঞ্চালনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলার সদস্য অধ্যাপক বিপ্লব দাস।
সভায় বক্তারা ২৬টি পাটকল বন্ধ ঘোষণার তীব্র প্রতিবাদ করেন এবং এ ঘোষণা বাতিল না হলে ভবিষ্যতে জোড়ালো আন্দোলনের কথা উল্লেখ করেন।