শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় যৌতুক, বাল্যবিবাহ ও আত্মহত্যা  প্রতিরোধে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত শিমুল বিশ্বাসের সুস্থতার জন্য দোয়া অনুষ্ঠান কলােপাড়ায় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত, জনজীবনে স্থবিরতা কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এসেছে ৩ ফুট দৈর্ঘ্যের মৃত ডলফিন সাগরে ৫ দিন ভেসে থেকে জীবিত উদ্ধার জেলে মোরশেদ ভ‚মিদস্যু, মামলাবাজ ও প্রতারক চক্রের হয়রানী থেকে প্রতিকার পেতে সাংবাদিক সম্মেলন কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কলাপাড়ায় ভাগনি জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন অধিকাংশ চালকই চলন্ত বাসে ধূমপান করে থাকে, আপনি তা জানেন না।” ….চালক, ঢাকাগামী ইউনিক পরিবহন বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রা বন্দরে ০৩ নম্বর সতর্কতা সংকেত বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের পেছনে বৃক্ষরোপণ করা হয় বরগুনার পাথরঘাটায় লজিক প্রকল্পের যুব সমন্বয় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় গ্রীষ্মকালীল জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা দীর্ঘ ১১ ঘন্টা সমুদ্রে লড়াই করে কিনারে ফিরলেন ১০ জেলে
মানব ট্রায়ালে সফল মডার্নার করোনার ভ্যাকসিন

মানব ট্রায়ালে সফল মডার্নার করোনার ভ্যাকসিন

Sharing is caring!

করোনাভাইরাস মহামারির হাত থেকে বাঁচতে ভ্যাকসিন তৈরির চেষ্টা করছে বিশ্বের শতাধিক দেশ ও প্রতিষ্ঠান। এখনো কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তবে এরই মধ্যে কয়েক ধাপের পরীক্ষায় আসার আলো দেখাচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান। তাদের মধ্যে অন্যতম মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান মডার্না। মারব শরীরে প্রাথমিক ট্রায়ালের তাদের করোনা টিকা সফল হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রথম পর্যায়ে যে ৪৫ জন স্বেচ্ছাসেবীর উপর এই টিকা প্রয়োগ করা হয়েছিল, তারা প্রত্যেকেই ভালো আছেন৷ নিরাপদে আছেন৷ পৃথিবীজুড়ে যে ভ্যাকসিনগুলির পরীক্ষা শুরু হয়েছিল একেবারে করোনা মহামারির শুরুর দিকে, তারই একটি মডার্নার ভ্যাকসিন।

নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনকে গবেষক দল জানিয়েছে, যেসব স্বেচ্ছাসেবীদের এই ভ্যাকসিনের দুটি ডোজ দেওয়া হয়েছিল, তাদের মধ্যে দেখা গিয়েছে ভাইরাস-কিলিং অ্যান্টিবডির মাত্রা অনেক বেশি৷ করোনা থেকে সেরে ওঠা মানুষদের গড় অ্যান্টিবডির মাত্রার থেকেও বেশি।

তারা জানিয়েছেন, কোনো স্বেচ্ছাসেবীর পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। কিছু স্বেচ্ছাসেবী জানিয়েছেন, তাদের সামান্য ঝিমুনি ভাব, মাথা ব্যথা, পেশিতে ব্যথার মতো কিছু সমস্যা হয়েছে। মোটের উপরে সবাই ভালো ও সুস্থ রয়েছেন।

গবেষকরা জানাচ্ছেন, এই মুহূর্তে করোনা সংক্রমণে বিশ্বে যা পরিস্থিতি, তাতে একমাত্র ভ্যাকসিনই এই সমস্যা থেকে উদ্ধার করতে পারবে। ৫ লক্ষ ৮১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত হয়েছেন এক কোটি ৩৪ লাখের বেশি মানুষ।

মডার্না-ই প্রথম, যারা করোনার সম্ভাব্য ভ্যাকসিনের মানব শরীরে ট্রায়াল করেছিল গত ১৬ মার্চ। ৬৬ দিন পরে ওই ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়ালের রেজাল্ট প্রকাশিত হল।

আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর ডিরেক্টর অ্যান্থনি ফাউসি জানান, মানব শরীরে ট্রায়ালের প্রথম পর্যায়ে ভালো খবর এল৷ যদি আপনার ভ্যাকসিন সাধারণ সংক্রমণে ভালো সাড়া দেয়, তা হলে আপনি জয়ী৷

হিউম্যান ট্রায়ালের প্রথম পর্যায়ের সাফল্য পেতেই মডার্নার শেয়ারদর একলাফে ১৫ শতাংশ বেড়ে গিয়েছে। মডার্নার এই ভ্যাকসিন প্রস্তুতিতে মার্কিন সরকারও বড় অংকের সহায়তা করেছে।

এর আগে মানব শরীরে করোনার ভ্যাকসিনের ট্রায়ালের সফলতা মিলেছে বলে জানিয়েছে রাশিয়া। তারা জানিয়েছে, আগস্টের মধ্যেই করোনার ভ্যাকসিন প্রস্তুত হয়ে যাবে তাদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD