শুক্রবার, ০৪ Jul ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেক্স: আফগান সরকারের হাতে বন্দী থাকা অবশিষ্ট তালেবান সদস্যদের শীঘ্রই মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন।
ওয়াশিংটন ভিত্তিক আটলান্টিক কাউন্সিলের সাউথ এশিয়া সেন্টার এবং ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট অফ পিস-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত একটি ঘানি ফোরামে বলেন, ইতিমধ্যে তিন হাজার তালেবান বন্দীকে মুক্তি দেয়া হয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে অতিরিক্ত দুই হাজার বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ঘানি জানান, শীঘ্রই তারিখ ঘোষণা করা হবে। তালেবান সদস্যরা কাবুলে তাদের বন্দীদের চিহ্নিত করছে যে এক হাজার আফগান নিরাপত্তা কর্মীর বিনিময়ে তাদের বন্দীদের কারাগার থেকে মুক্তি দিচ্ছে।
তিনি বলেন, ‘আমি মনে করি এখন আমরা সঠিক পথে আছি এবং আগামী সপ্তাহে আমাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিশ্বকে জানাতে সক্ষম হব।’