বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে আলাওল ও এফ রহমান হলে।
পুলিশ জানায়, গতকাল বিকেল থেকে দফায় দফায় সংঘর্ষ হয় ক্যাম্পাসে। ঘটনার সূত্রপাত আলাওল হলের ২৩৮ নম্বর কক্ষে ছাত্রলীগের বিজয় গ্রুপ ও কনকর্ড গ্রুপের কর্মীদের মধ্যে। প্রথমে কথা কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রক্টর এস এম মনিরুল হাসান জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা হলেও বিবদমান তিনটি গ্রুপ সিক্সটি নাইন, কনকর্ড ও বিজয় গ্রুপের অনুসারীরা বারবার সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।