রবিবার বিকেল ৩টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বরিশাল জেলা ও মহানগর পূজা উদ্যাপন পরিষদ, বরিশাল সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনসমূহের আয়োজন এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান সম্প্রদায়ের নারী পুরুষ দুপুরের পর থোক মিছিল নিয়ে নগরীর সদর রোডে জড়ো হতে থাকে।
এসময় তারা বিভিন্ন ব্যাণার,ফেস্টুনে নানা প্রতিবাদ তুলে ধরেন। বিক্ষোভকরীরা জানান, দেশের বিবিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা,নির্যাতন ও বসতবাড়ি ভাংচুর করা হচ্ছে। তারা দাবি করেন তারাও বাংলাদেশের নাগরিক তার পরেও কেনও এই নির্যাতন। তারা অনতিবিলম্বে সকল হামলা ও হামলাকরীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আয়োজিত সমাবেশ সমাবেশে সভাপতিত্ব করেন পুজা উদযাপন পরিষদের মহানগর সভাপতি ভানু লাল দে। এসময় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক গোপাল চন্দ্র সাহা, জেলা সভাপতি মানিক মুখার্জি, সাধারন সম্পাদক সঞ্জয চক্রবর্তী, কেন্দ্রীয সদস্য শুরঞ্জিত দত্ত লিটু,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি অ্যাড. হিরণ কুমার দাস মিঠু, সাধারন সম্পাদক জযন্ত দাস, ভবতারণ প্রতিষ্ঠাতা নন্দ দুলাল গোস্বামী, স্বপনকর, শুরুঞ্জিত সেনসহ আরো অনেকে৷