সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:২৮ পূর্বাহ্ন
প্রায় ত্রিশ বছর আগে ১৯৯১/৯২ সালে ঢাকার আদাবরে মোক্তার মিয়ার ভাড়াটিয়া বাড়িতে থাকতেন নাজমা বেগম।একই এলাকায় ১নং রোডে ২৯৪ আদাবরে থাকতেন প্রতিবেশী লাইলী বেগম ও স্বামী মো: নওসের আলী খান। সুসম্পর্কের কারণে নাজমা বেগমের উপার্জিত টাকা জমা রাখতো লাইলী বেগমের কাছে।
ধারণা করা হয়, নাজমা বেগমের বয়স তখন ১৯ /২০ বছর। এখন প্রায় ৫০ বছরের কাছাকাছি বয়স। কিন্তু হঠাৎ করেই লাইলী বেগম নিজ বাড়ি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় ফিরে আসেন। আসার সময় দেখা হয়নি নাজমার সাথে।পরবর্তীতে নাজমাকে গচ্ছিত টাকা ফেরত দিতে গিয়ে ঐ ঠিকানায় আর খুঁজে পায়নি। নাজমাও বাসা পরিবর্তন করেছে।তখন থেকেই লাইলী বেগমের পরিবার খুঁজে বেড়চ্ছে নাজমা কে।স্থায়ী ঠিকানা জানা নেই। শুধু জানে নাজমার বাড়ি বরিশাল।
কিছুদিন পূর্বে লাইলী বেগম মারা গেলে সন্তান মোহাম্মদ আলী খাঁন বরিশালের বিভিন্ন স্থানে সন্ধান করছেন নাজমা বেগম কে।পুরোনো স্মৃতি হিসেবে মায়ের এলবাম থেকে নাজমার এই ছবিটি সংগ্রহ করেছে মোহাম্মদ আলী। কেউ নাজমা বেগমের সন্ধান পেলে তার সাথে ০১৭১৬৯৯০৮৬২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন।