রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শ্বশুর-শ্বাশুড়ি হাতে গৃহবধূকে হ/ত্যা/র অভিযোগ পটুয়াখালীতে যৌতুক মামলার আসামিরা জামিন পেয়ে বাদীকে-গুম ও হত্যার হুমকি মহিপুরে কোস্টগার্ডের অভিযানে অবৈধ ২টি ট্রলিং বোট সহ ৮ জেলে আটক ট্রলারডুবির ৮ দিন পরে সৈকতে ১ জেলের লাশ উদ্ধার, এখনো নিখোঁজ-৪ কলাপাড়ায় ডেঙ্গু রোধে ময়লার ভাগারে ইউএনও’র অভিযান বাউফলে বালু ভ‌র্তি কারগো নি‌য়ে ব্রিজের নিচ দি‌য়ে যাওয়ার সময় শ্রমি‌কের দেহ থে‌কে মাথা বি‌চ্ছন্ন কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ ও সন্মাননা কলাপাড়ায় ইউনিয়ন বিএনপির সভাপতির পদ স্থগিত কুয়াকাটা সি-বিচ রক্ষণাবেক্ষণের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার ও ডিসি বাউফলের তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার কুয়াকাটা সমুদ্র সৈকত, ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন বেড়িবাঁধে সবুজ বেষ্টনী প্রকল্পের গাছ কেটে পাউবো’র যায়গায় দোকান ঘর নির্মাণ’র অভিযোগ দুমকিতে সরকারি ডাক্তার এনামুল হক কর্তৃক রুগীর স্বজনকে হুমকি প্রদানে থানায় অভিযোগ টেকসই বাধের অভাবে চরাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দি
বরিশালে পুলিশের সোর্স পরিচয়দানকারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বরিশালে পুলিশের সোর্স পরিচয়দানকারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Sharing is caring!

পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করা মাদক ব্যবসায়ী ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুর বিরুদ্ধে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি গ্রামের হাশেম গোলদারের ছেলে মন্টু গোলদারের বিরুদ্ধে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ওই এলাকার স্থানীয়রা। বুধবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি গ্রামের মৃতঃ আবদুর রশিদ খানের ছেলে সোহেল।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সোহেল বলেন, মন্টু গোলদার নিজেকে বরিশাল কাউনিয়া থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, ও ভূমি দস্যুতার মত কাজ করে আসছে। সে সাধারন মানুষকে জিন্মি করে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। কেউ এর প্রতিবাদ করতে গেলে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকী প্রদান করে। এছাড়াও সে মাদকের ডিলার হাওয়ায় অনেক সময় তার কথা না শুনলে মাদক দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকী দেয়।

সম্প্রতি মন্টু গোলদারের বিরোধিতা করায় বরিশাল কাউনিয়া থানায় এলাকার ১১ জনের বিরুদ্ধে একটি মারামারি মামলা দায়ের করে। যে মামলা সম্পর্কে আমাদের আদৌ জানানেই। মামলায় সে যে বিবরন দিয়েছে তাও মিথ্যা ও বানোয়াট। তার বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে সেজন্যই মন্টু গোলদার একটি মামলা দায়ের করেছে।

তিনি আরো বলেন, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি গ্রামের মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যু মন্টু গোলদারের অপকর্মের বিরুদ্ধে আমরা আজ অতিষ্ট। তার নানা অপকর্মের কারনে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। এলাকাবাসী নিজের ও সন্তানদের নিয়ে নানা আতঙ্কে দিন কাটাচ্ছে।

গ্রাম জুড়ে মাদকের হাট বসিয়েছে এই মন্টু গোলদার। সে নিজে ও এলাকার গুটি কয়েক পিচ্ছি বাহীনিকে কাজে লাগিয়ে মাদকের বিস্তার গড়ে তুলেছে। রাতারাতি সে আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত হয়েছে। তার মাদক ব্যবসা জমজমাট করতে নানা পন্থা অবলম্বন করছে। তবে এতে স্থানীয় পুলিশ প্রশাসনের টনক নড়েনি। যার ফলে সে অবাধে তার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, মন্টু গোলদার বিভিন্ন জেলা থেকে নারীদের এনে তাদের বরিশাল শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় রাখে। এবং তাদের দিয়ে মাদক ব্যবসা সহ নানা অপকর্ম করাচ্ছে। মন্টু গোলদারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা মামলা করতে গেলে সেই সব নারীদের দিয়ে নানা অশ্লীল ও কু-প্রস্তাব দেওয়া হয়েছে বলে তাকে জিন্মি করে উল্টে ফয়দা লুটে নেয়।

শুধু তাই নয় সন্ধ্যা ও রাতের আঁধারে মন্টু গোলদার মদ্যপান করে এলাকায় ডাক চিৎকার করে। বিভিন্ন সময়ে অসহায়দের বাড়ীর কড়া নেড়ে তাদের অশ্লিল ভাষায় গালাগাল করে। বর্তমান সরকার মাদক, চাদাবাজীর বিরুদ্ধে। অথচ অদৃশ্য ক্ষমতার বলে নিজেকে পুলিশের র্সোস পরিচয় দিয়ে দিনের পর দিন মাদক ব্যবসাকে আরো প্রসারিত করছে।

তাই এই মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যু মন্টু গোলদারের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করে এলাকায় শান্তি শৃংখলা ফিরিয়ে আনার দাবি জানান ভুক্তভোগীরা।

এদিকে অভিযোগের বিষয়ে মন্টু গোলদার বলেন, গত ১০ জুলাই আমার দোকানে হামলা করা হয়েছে। আমি কাউনিয়া থানায় একটি মামলা করেছি। কি কারনে এই হামলা তার কোন উত্তর তিনি দিতে পারেনি। তিনি বলেন, আমি মাদকের সাথে জড়িত কিনা তা অনুসন্ধ্যান করলেই আপনারা দেখতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মোঃ শামসুর রহমান খাঁ, আঃ কবির, পন্তু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD