শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত নারীকে কু/পি/য়ে জখম, শ্লীলতাহানির অভিযোগ গর্ভবতী গরু জবাই ও মাংস বিক্রির দায়ে কসাইকে অর্থদণ্ড ও কারাদন্ড কলাপাড়া জাটকায় সয়লাব।। অভিযান শুধু সড়কে সংখা দিয়ে নয়, মানসম্মত শিক্ষাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত ….এবিএম মোশাররফ হোসেন ভোট যেন না হয় সে ষড়যন্ত্র চলছে : সরোয়ার বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা বরিশালের পাঁচটি আসনে বিএনপির প্রার্থী হলেন যারা জরাজীর্ণ ভবনে প্রাণভয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা পূন্যস্নানের মধ্য দিয়ে শেষ হলো রাসপূজা, মেলা চলবে ৫ দিন বরিশালে ভোক্তা অধিকার বিষয়ে সামাজিক সংগঠনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাউফলের এস. এম. জালাল সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত পটুয়াখালীর লোহালিয়ায় বাজার ইজারা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে চাঞ্চল্য কর হত্যা মামলার আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার কুয়াকাটায় এক কোরাল মাছ ২৬ হাজার টাকায় বিক্রি চাকরিতে বহাল ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পেতে বরিশালে স্মারকলিপি
বরিশালে পুলিশের সোর্স পরিচয়দানকারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বরিশালে পুলিশের সোর্স পরিচয়দানকারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Sharing is caring!

পুলিশের সোর্স পরিচয় দিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম করা মাদক ব্যবসায়ী ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যুর বিরুদ্ধে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি গ্রামের হাশেম গোলদারের ছেলে মন্টু গোলদারের বিরুদ্ধে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ওই এলাকার স্থানীয়রা। বুধবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি গ্রামের মৃতঃ আবদুর রশিদ খানের ছেলে সোহেল।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে সোহেল বলেন, মন্টু গোলদার নিজেকে বরিশাল কাউনিয়া থানা পুলিশের সোর্স পরিচয় দিয়ে এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, ও ভূমি দস্যুতার মত কাজ করে আসছে। সে সাধারন মানুষকে জিন্মি করে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে তাদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। কেউ এর প্রতিবাদ করতে গেলে তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকী প্রদান করে। এছাড়াও সে মাদকের ডিলার হাওয়ায় অনেক সময় তার কথা না শুনলে মাদক দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকী দেয়।

সম্প্রতি মন্টু গোলদারের বিরোধিতা করায় বরিশাল কাউনিয়া থানায় এলাকার ১১ জনের বিরুদ্ধে একটি মারামারি মামলা দায়ের করে। যে মামলা সম্পর্কে আমাদের আদৌ জানানেই। মামলায় সে যে বিবরন দিয়েছে তাও মিথ্যা ও বানোয়াট। তার বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে সেজন্যই মন্টু গোলদার একটি মামলা দায়ের করেছে।

তিনি আরো বলেন, সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানি গ্রামের মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী চাঁদাবাজ ও ভূমিদস্যু মন্টু গোলদারের অপকর্মের বিরুদ্ধে আমরা আজ অতিষ্ট। তার নানা অপকর্মের কারনে এলাকার যুবসমাজ ধ্বংসের পথে। এলাকাবাসী নিজের ও সন্তানদের নিয়ে নানা আতঙ্কে দিন কাটাচ্ছে।

গ্রাম জুড়ে মাদকের হাট বসিয়েছে এই মন্টু গোলদার। সে নিজে ও এলাকার গুটি কয়েক পিচ্ছি বাহীনিকে কাজে লাগিয়ে মাদকের বিস্তার গড়ে তুলেছে। রাতারাতি সে আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত হয়েছে। তার মাদক ব্যবসা জমজমাট করতে নানা পন্থা অবলম্বন করছে। তবে এতে স্থানীয় পুলিশ প্রশাসনের টনক নড়েনি। যার ফলে সে অবাধে তার মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, মন্টু গোলদার বিভিন্ন জেলা থেকে নারীদের এনে তাদের বরিশাল শহরের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় রাখে। এবং তাদের দিয়ে মাদক ব্যবসা সহ নানা অপকর্ম করাচ্ছে। মন্টু গোলদারের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে বা মামলা করতে গেলে সেই সব নারীদের দিয়ে নানা অশ্লীল ও কু-প্রস্তাব দেওয়া হয়েছে বলে তাকে জিন্মি করে উল্টে ফয়দা লুটে নেয়।

শুধু তাই নয় সন্ধ্যা ও রাতের আঁধারে মন্টু গোলদার মদ্যপান করে এলাকায় ডাক চিৎকার করে। বিভিন্ন সময়ে অসহায়দের বাড়ীর কড়া নেড়ে তাদের অশ্লিল ভাষায় গালাগাল করে। বর্তমান সরকার মাদক, চাদাবাজীর বিরুদ্ধে। অথচ অদৃশ্য ক্ষমতার বলে নিজেকে পুলিশের র্সোস পরিচয় দিয়ে দিনের পর দিন মাদক ব্যবসাকে আরো প্রসারিত করছে।

তাই এই মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যু মন্টু গোলদারের বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহন করে এলাকায় শান্তি শৃংখলা ফিরিয়ে আনার দাবি জানান ভুক্তভোগীরা।

এদিকে অভিযোগের বিষয়ে মন্টু গোলদার বলেন, গত ১০ জুলাই আমার দোকানে হামলা করা হয়েছে। আমি কাউনিয়া থানায় একটি মামলা করেছি। কি কারনে এই হামলা তার কোন উত্তর তিনি দিতে পারেনি। তিনি বলেন, আমি মাদকের সাথে জড়িত কিনা তা অনুসন্ধ্যান করলেই আপনারা দেখতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মোঃ শামসুর রহমান খাঁ, আঃ কবির, পন্তু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD