শুক্রবার, ০৪ Jul ২০২৫, ১০:১২ অপরাহ্ন
চট্টগ্রাম:
ওভারটেকিং করতে গিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি উল্টে ৩ নারী সহ ৬ জন আহত হয়েছে।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকাল সোয়া তিনটার দিকে নগরের টাইগারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ব্রীজ এলাকা থেকে ছেড়ে আসা ৪ নম্বর রুটের গাড়ি দেওয়ানহাট যাচ্ছিল। টাইগারপাস এলাকায় পৌঁছালে আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এতে আহত হয় ছয়জন যাত্রী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৩ জন নারী রয়েছে।’