সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
অনলাইন ডেক্সঃ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।
রোববার (৩১ আগস্ট) সংঘর্ষ চলাকালীন সময়ে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
তিনি বলেন, আমরা কোন জগতে আছি। সকল ছাত্রলীগের ক্যাডাররা এখানে (গ্রামবাসীর মধ্যে) ঢুকে ঢুকে হেলমেট পরে আমাদেরকে মারছে।
এখানে কোনো পুলিশ নেই, কোনো কিছুই নেই।
বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য (একাডেমি) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ও প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফ আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তারা আমার সকল শিক্ষককে মারছে, ছাত্রদের মারছে। চবি মেডিক্যালে জায়গা দিতে পারছি না।
চট্টগ্রাম মেডিক্যালে (চমেক হাসপাতাল) ৩টি গাড়ি পাঠিয়েছি। যেখানে প্রায় পাঁচ শতাধিক ছাত্র আহত হয়েছে।
এ সময় ছাত্রদের উদ্ধার করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আকুতি জানান তিনি।
চবিতে দিনভর সংঘর্ষের ঘটনায় ১৪৪ জন নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।
এদিকে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
পরিস্থিতি বিবেচনায় ১ সেপ্টেম্বরের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমান বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।